সংগৃহীত
নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোহাম্মদ সীমান্ত (২০) নামে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থী আহত হন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) মধ্যরাতে তার মৃত্যু হয়। গত ১১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে তাকে ছুরিকাঘাত করা হয়।
নিহতের মামা গালিব বলেন, আমার ভাগিনা নারায়ণগঞ্জ থেকে প্রতিদিনই বনানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যাতায়াত করত। গত ১১ ডিসেম্বর ঢাকা থেকে ফিরে নারায়ণগঞ্জ বাসস্ট্যান্ড থেকে বাসায় যাওয়ার পথে ছিনতাইকারীরা তার ফোন চায়। দিতে না চাইলে ছুরিকাঘাত করে। আমরা খবর পেয়ে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে, পরে ঢামেকে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহত সীমান্ত নারায়ণগঞ্জের দেওভোগ পাক্কা রোড এলাকার হাজী আলম চানের ছেলে। তিনি এআইইউবি’র কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলেন৷
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, ছুরিকাঘাতের ঘটনায় ওই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে মামলা করার কথা ছিল। কিন্তু তারা পরে আসেননি। ওই শিক্ষার্থী যেহেতু মারা গেছেন, সেক্ষেত্রে আইন অনুযায়ী হত্যা মামলা করা।
পিপলনিউজ/আরইউ
ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || VOD Bangla.com