ঢাকা, বাংলাদেশ ২৪ মে, ২০২৫

বাবা ডাক শুনতে পারলেন না গণঅভ্যুত্থানে শহীদ রাব্বি

বাবা ডাক শুনতে পারলেন না গণঅভ্যুত্থানে শহীদ রাব্বি

সংগৃহীত

Publish : 04:42 AM, 14 December 2024.
মাগুরা প্রতিনিধি :

বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ মাগুরা জেলা ছাত্রদলের নেতা মেহেদী হাসান রাব্বির (৩৪) স্ত্রী রুমি খাতুন একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।

বুধবার (১১ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে জেলার প্রাইভেট ল্যাব সিটি মেডিক্যাল সার্ভিস সেন্টার নামে একটি বেসরকারি হাসপাতালে তিনি কন্যা শিশুর জন্ম দেন। বর্তমানে মা ও সন্তান দুজন সুস্থ্য আছেন।

মেহেদী দেখে যেতে পারেননি তার সন্তানকে। কন্যা সন্তানের জন্মের আনন্দ থাকলেও পরিবারের মাঝে বইছে বেদনার সুর। মেহেদী না থাকায় আনন্দের সঙ্গে বেদনাও কম নয়।

গত ৪ আগস্ট মাগুরার নবগঙ্গা ব্রিজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বি নিহত হন।

মাগুরা পৌরসভার বরুণাতৈল গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে মেহেদী হাসান রাব্বি জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

মেহেদীর চাচাত ভাই রুমেল হাসান বলেন, বাবা ডাক শোনার ভাগ্য হলো না মেহেদীর। আন্দোলনের সময় তার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন।

তিনি জানান, বুধবার বিকালে মেহেদীর স্ত্রীকে হাসপাতালে নিলে পরীক্ষা-নিরীক্ষা করে ডা. মো. শহিদুর রহমান তার সিজারিয়ান অপারেশন করেন।

শহীদ মেহেদীর কন্যা সন্তানের জন্মের খবরে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা হাসপাতালে ভিড় করেন।

এদিকে মেহেদীর মৃত্যুর ঘটনায় তার ভাই ইউনুস আলী বাদী হয়ে মাগুরার আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য (এমপি) সাইফুজ্জামান শিখর, বীরেন শিকদারসহ ১৩ নেতাকর্মীর নামে মামলা করেছেন। মামলায় অজ্ঞাত ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। সম্প্রতি আদালতের নির্দেশে মেহেদীর মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হয়েছে।

পিপলনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --
CONTACT
[email protected]

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Follow Us

ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || VOD Bangla.com

Develop by _ DigitalSolutions.Ltd