ঢাকা, বাংলাদেশ ২৪ মে, ২০২৫

পুষ্পা খ্যাত দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন গ্রেপ্তার

পুষ্পা খ্যাত দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুন গ্রেপ্তার

সংগৃহীত

Publish : 12:28 AM, 15 December 2024.
বিনোদন ডেস্ক :

ভারতের দক্ষিণী অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৪ ডিসেম্বর হায়দেরাবাদে ‘পুষ্পা টু’ প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয় ও আহত হন বেশ কয়েক জন।

সে সময় সেখানে উপস্থিত ছিলেন আল্লু অর্জুন। এই ঘটনাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে।

জানা গেছে, শুক্রবার দুপুরে এক সহকারী কমিশনারের নেতৃত্বে পুলিশের একটি দল আল্লুকে হেফাজতে নিতে তার বাড়িতে পৌঁছায়। এরপর নায়কের জুবিলি হিলসের বাসা থেকে চিক্কাদপল্লী থানায় নিয়ে যাওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন আল্লুর পরিবারের সদস্যরাও। সেখান থেকে একটি গাড়িতে করে আল্লুকে থানায় নিয়ে যাওয়া হয়।

এর আগে এ ঘটনার সঙ্গে অভিযুক্ত করে আল্লু অর্জুনসহ নায়কের নিরাপত্তারক্ষী ও থিয়েটার কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। পরে সেই অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা আইনে মামলা হয় অভিযুক্তদের বিরুদ্ধে। এরপর আল্লু অর্জুনকে ছাড়া তার নিরাপত্তারক্ষী ও থিয়েটার কর্তৃপক্ষের তিন সদস্যকে গত সোমবার গ্রেপ্তার করে হায়দরাবাদ পুলিশ। যে তিনজনকে গ্রেপ্তার করা হয়, তাদের মধ্যে একজন সেই থিয়েটারের মালিক এম সন্দীপ, একজন ম্যানেজার এম নাগার্জু এবং আল্লুর নিরাপত্তা প্রধান গন্ধকাম বিজয় চন্দর।

কিন্তু এর মধ্যে গ্রেপ্তারের হাত থেকে বেঁচেই গিয়েছিলেন আল্লু। ভারতীয় গণমাধ্যমে এও উঠে এসেছে, আল্লু অর্জুন মামলা বাতিলের জন্য গত ১১ ডিসেম্বর একটি প্রতিবেদনও দাখিল করেছিলেন এবং গ্রেপ্তার এড়াতে কিছু আইনি প্রক্রিয়া স্থগিতেরও অনুরোধ করেন।

কিন্তু পুলিশ পাল্টা জানিয়ে দেয়, ঘটনার দিন রাত সারে নয়টার দিকে অর্জুন প্রেক্ষাগৃহে আসেন। তার আগমনের খবর তিনি আগে থেকে অবগত করেননি। প্রবেশদ্বারের বাইরে ১৫-২০ মিনিট বাইরে কাটিয়ে দেন আল্লু। এ সময় শত শত লোক তাকে দেখার জন্য ছড়িয়ে পড়ে, নিরাপত্তা দলকে ঠেলে পরিস্থিতি আরো খারাপ করে তোলে।

অভিযোগ রয়েছে, অভিনেতার টিম অথবা ওই প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের তরফে পুলিশকে পর্যাপ্ত তথ্য দেওয়া হয়নি। ফলে প্রেক্ষাগৃহে ভিড় নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত পুলিশ আগে থেকে মোতায়েন করা যায়নি। যে কারণে দায় চেপে গেল আল্লু অর্জুনসহ বাকিদের বিরুদ্ধেও। ফলস্বরূপ এখন গ্রেপ্তার হতে হল সবাইকেই।

 

 

-- বিজ্ঞাপন --
CONTACT
[email protected]

বিনোদন বিভাগের অন্যান্য খবর

Follow Us

ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || VOD Bangla.com

Develop by _ DigitalSolutions.Ltd