সংগৃহীত
কিংবদন্তি সংগীতজ্ঞ স্যার এলটন জন বলেছেন, যুক্তরাষ্ট্র ও কানাডার কিছু অংশে গাঁজা বৈধ করা ইতিহাসের সবচেয়ে বড় ভুলগুলোর একটি।
বিশ্বখ্যাত টাইম সাময়িকীকে দেওয়া ‘বর্ষসেরা ব্যক্তি’–সংক্রান্ত এক সাক্ষাৎকারে এলটন জন এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘আমি বরাবর এটিকে আসক্তি হিসেবে দেখে আসছি। এটি মানুষকে অন্য মাদকের দিকে নিয়ে যায়। যদি আপনি আসক্ত হয়ে পড়েন, আমি যেমনটি হয়েছিলাম, তখন আপনার স্বাভাবিক চিন্তাশক্তি লোপ পাবে।’
এলটন জন সরাসরি বলেন, ‘যুক্তরাষ্ট্র আর কানাডার কিছু অংশে গাঁজা বৈধ করার ঘটনা ইতিহাসের সবচেয়ে বড় ভুলগুলোর একটি।’
প্রখ্যাত ব্রিটিশ সংগীতশিল্পী, গীতিকার ও পিয়ানোবাদক এলটন জন নিজেও একসময় মাদকাসক্ত ছিলেন। নিরাময়কেন্দ্রে থাকার পর সেই অন্ধকার জীবন থেকে সদর্পে ফিরেও এসেছেন তিনি।
এলটন জনের দীর্ঘদিনের লেখার অংশীদার বার্নি টাউপিন স্মৃতি হাতড়ে বলেন, ‘একসময় আমি মাদকে আসক্ত ছিলাম। আমি তার জন্য আতঙ্কিত ছিলাম। ওই সময়টি একেবারে ভয়ংকর ছিল।’
সম্প্রতি দৃষ্টিশক্তি হারিয়েছেন ৭৭ বছর বয়সী এলটন জন। চলতি মাসের শুরুতে লন্ডনে অনুষ্ঠিত ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা: মিউজিক্যাল’-এর প্রিমিয়ারের পর আবেগাপ্লুত এলটন জন নিজেই জানান, সংক্রমণের কারণে তার একটি চোখ পুরোপুরি দৃষ্টিশক্তিহীন হয়ে পড়েছে। অন্যটিও ঝাপসা। চিকিৎসা চলছে তার।
ভালোবাসার সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে লেখা ‘স্যাক্রিফাইস’ গানটি তার অন্যতম জনপ্রিয় গানগুলোর একটি। প্রিন্সেস ডায়ানার শেষকৃত্যের সময় জনের ‘ক্যান্ডেল ইন দ্য উইন্ড’ গানটি নাড়া দিয়েছিল যুক্তরাজ্যসহ পুরো বিশ্বের ডায়ানা-এলটন জন ভক্তদের। গানটি এখনো গেঁথে আছে কোটি কোটি মানুষের হৃদয়ে।
পিপলনিউজ/আরইউ
ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || VOD Bangla.com