ঢাকা, বাংলাদেশ ২৪ মে, ২০২৫

গোপন ভিডিও নিয়ে যা বললেন প্রজ্ঞা নাগরা

গোপন ভিডিও নিয়ে যা বললেন প্রজ্ঞা নাগরা

সংগৃহীত

Publish : 04:45 AM, 10 December 2024.
বিনোদন ডেস্ক :

ভারতের দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী প্রজ্ঞা নাগরা তামিল সিনেমা দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন। ২০২২ সালে ‘ভারালারু মুক্কিয়াম’ সিনেমায় দিয়েই তার অভিষেক ঘটে। সেখানে মালায়ালি মেয়ের চরিত্রে অভিনয় করেন প্রজ্ঞা। যদিও সিনেমাটি নেতিবাচক প্রতিক্রিয়া পেয়েছিল। তবে অভিনেত্রী তার অভিনয়ের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দক্ষিণী বিনোদন জগতে। পরে তিনি মালয়ালাম ও তেলেগু সিনেমাতেও অভিনয় করেছেন।

সম্প্রতি এ অভিনেত্রীর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত ভিডিও ফাঁস হয়েছে, যা নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনার ঝড় তুলেছে। এ নিয়ে যখন চারদিকে নানা সমালোচনা ও চর্চা, তখন বিষয়টি নিয়ে মুখ খুললেন প্রজ্ঞা।

প্রজ্ঞা নাগরা বলেন, ভিডিওটি ভুয়া, যা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) দিয়ে বানানো। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে নিজের হতাশা ও ক্ষোভ জানিয়েছেন অভিনেত্রী।

গত শনিবার (৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে এক্স হ্যান্ডেলে প্রজ্ঞা নাগরা লিখেছেন— এখনো আমার কাছে বিষয়টি বিশ্বাসই হচ্ছে না। মনে হচ্ছে, একটি খারাপ স্বপ্ন দেখছি, হয়তো এখনই জেগে উঠব।

তিনি বলেন, প্রযুক্তির উদ্দেশ্য ছিল মানবজাতিকে সহায়তা করা এবং আমাদের জীবনকে দুর্বিষহ না করে তোলা। অথচ এআই প্রযুক্তির মাধ্যমে যারা এ ধরনের কনটেন্ট তৈরি করছেন এবং তা ছড়িয়ে দিচ্ছেন, তারা মূলত এসব কোনো বাজে উদ্দেশ্য নিয়ে করছেন। প্রার্থনা করি, এই অগ্নিপরীক্ষা যেন আর কোনো নারীকে দিতে না হয়। নিরাপদে থাকুন সবাই।

উল্লেখ্য, ২০২২ সালে তামিল সিনেমা‘ভারালারু মুক্কিয়াম’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় ডেবিউ হয় প্রজ্ঞা নাগরার। পরের বছর ২০২৩ সালে ‘মালয়ালাম সিনেমা ‘নাধিকালির সুন্দরী যমুনা’তে দেখা গেছে তাকে।

পিপলনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --
CONTACT
[email protected]

বিনোদন বিভাগের অন্যান্য খবর

Follow Us

ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || VOD Bangla.com

Develop by _ DigitalSolutions.Ltd