ঢাকা, বাংলাদেশ ২৪ মে, ২০২৫

শাকিরার গ্যারেজ যেন গাড়ির জাদুঘর!

শাকিরার গ্যারেজ যেন গাড়ির জাদুঘর!

সংগৃহীত

Publish : 09:17 AM, 09 December 2024.
বিনোদন ডেস্ক :

‘দ্য কুইন অব ল্যাটিন’ খ্যাত জনপ্রিয় পপ তারকা শাকিরা। যিনি একই সঙ্গে গান এবং নাচের মাধ্যমে পুরা বিশ্বে খ্যাতি অর্জন করেছেন। তার গাওয়া ওয়াক্কা ওয়াক্কা, লা লা লা, হিপস ডন্ট লাই, গানগুলো এখনো ফুটবল বিশ্বকাপে উল্লাসের গান হিসেবে সবার কাছে বহুল জনপ্রিয়।

চাঞ্চল্যকর তথ্য হলো, শাকিরার লাক্সারিয়াস গাড়ির প্রতি আকর্ষণ। তার গ্যারেজে রয়েছে বিশ্বের নামিদামি সব ব্র্যান্ডের গাড়ি। শাকিরার সবচেয়ে সস্তা গাড়ি হলো একটি হামবল সিট লিওন, যার দাম প্রায় ২০ হাজার আমেরিকান ডলার।

তার অন্যান্য গাড়ির মধ্যে রয়েছে একটি অডি এ৭ স্পোর্টব্যাক, একটি মার্সিডিজ এসএলকে২৫০, একটি টেসলা মডেল এস, একটি বিএমডব্লিউ এক্স৫, একটি অডি কিও৭, একটি জিপ র্যাংপোলার এবং একটি মিনি কুপার। এ ছাড়া শাকিরা একটি কাস্টম ল্যাম্বরগিনির মালিক। এমনকি তাকে একটি ল্যান্ড রোভার ডিফেন্ডার চালাতেও দেখা গেছে যেটি কাস্টমঅ্যাজড পেইন্টেড।

গাড়ি তার এতটা প্রিয় যে তার সাবেক স্বামী জেরার্ড পিকের সঙ্গে ডিভোর্সের পর নতুন আবাসস্থল ফ্লোরিডায় তার গোটা গ্যারেজই নিয়ে চলে এসেছিলেন। সম্প্র্রতি এ সুপারস্টার ব্যক্তিগত গাড়ি ল্যাম্বরগিনি উরুস একজন ভাগ্যবান বিজয়ীকে উপহার দেওয়ার ঘোষণা দেন।

গত ২০ নভেম্বর শাকিরা তার সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টে বলেন, একটি প্রতিশ্রুতি মানেই প্রতিশ্রুতি! আমি নিশ্চিত! আমি আমার গাড়ি তাকে দেব, যিনি সত্যিই এটি পেতে চান এবং তাদের প্রিয় মানুষদের সঙ্গে নতুন ও অবিস্মরণীয় মুহূর্ত উপভোগ করবেন।

পিপলনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --
CONTACT
[email protected]

বিনোদন বিভাগের অন্যান্য খবর

Follow Us

ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || VOD Bangla.com

Develop by _ DigitalSolutions.Ltd