ঢাকা, বাংলাদেশ ২৩ মে, ২০২৫

শীতে ভিন্ন লুকে উষ্ণতা ছড়ালেন রুনা খান

শীতে ভিন্ন লুকে উষ্ণতা ছড়ালেন রুনা খান

সংগৃহীত

Publish : 12:10 AM, 07 December 2024.
বিনোদন প্রতিবেদক :

ফ্যাশন জ্ঞানে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান অনন্য। প্রায়শই ভক্তদের মাঝে মুগ্ধতা ছড়ান জনপ্রিয় এ অভিনেত্রী। বয়সকে একটি সংখ্যায় প্রমাণ করে প্রতিনিয়ত নিজেকে নতুনভাবে মেলে ধরেন তিনি। 

প্রায় দুই দশকের ক্যারিয়ারে অসংখ্য নাটক-সিনেমায় কাজ করে নিজের অভিনয় শৈলী দেখিয়ে কুড়িয়েছেন প্রশংসাও। শুধু অভিনয়েই নয়, বয়স বাড়ার সঙ্গে নিজের রূপ-লাবণ্যও ধরে রেখেছেন অভিনেত্রী। 

বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে খোলামেলা পোষাকেও হাজির হন রুনা খান। তার একটি চমৎকার দিক হলো, যেকোনো লুকেই নজর কাড়তে পারেন ভক্তদের।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালেই সাদা কন্যার সাজে হাজির হলেন রুনা খান। একটি ফ্যাশন কোম্পানির প্রচারণায় কভার মডেল হয়েছেন তিনি।

ফেসবুকে প্রকাশ করেছেন ফটোশুটের একাধিক ছবি। যেখানে সাদা গাউনে খোলামেলা রূপেই দেখা মিলেছে অভিনেত্রীর। হালকা গহনার সঙ্গে অভিনেত্রীর মেকআপ ভক্তদের হৃদয়েও যেন ঝড় তুলেছে। 

বর্তমানে রুনার বয়স চল্লিশের কোটায়। এই বয়সে এসেও আবেদনময়ী তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন ৮০ বছর বয়সেও মডেলিং করতে চান তিনি। 

রুনা বলেন, ‘আমারই সমবয়সি অপূর্ব, নিশো। ওরাও তো দেখতে আকর্ষণীয়। ওদেরকে তো এই প্রশ্ন করা হয় না; তাদের পরিবার আছে, সন্তান আছে, তারপরও কেন আকর্ষণীয় লাগছে! তো ৪০-৪২ বছর বয়সী অপূর্বকে, শুভকে সুন্দর-আকর্ষণীয় দেখালে ৪০-৪২ বছর বয়সী রুনা খান, বাঁধনদেরকেও সুন্দর, আকর্ষণীয় দেখাতে পারে, একই জিনিস।’

তিনি আরো বলেন, ‘আমার কাছে আসলে সৌন্দর্যের প্রতীক আমার মা। এ ছাড়া শর্মীলা (শর্মীলা আহমেদ) আন্টি, দিলারা জামান, তারা। আমি যদি বেঁচে থাকি, সুস্থ থাকি তাদের বয়স পর্যন্ত, তাহলে ওনাদের মতো হতে চাই। তারা আশি বছর বয়সে গিয়েও অভিনেত্রী হিসেবে কাজ করেন, কিংবা আইস টুডের কাভার মডেল হতে পারেন।’

পিপলনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --
CONTACT
[email protected]

বিনোদন বিভাগের অন্যান্য খবর

Follow Us

ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || VOD Bangla.com

Develop by _ DigitalSolutions.Ltd