ঢাকা, বাংলাদেশ ২৩ মে, ২০২৫

ঢাকাই জামদানিতে ভারতের মঞ্চে জয়ার চমক

ঢাকাই জামদানিতে ভারতের মঞ্চে জয়ার চমক

সংগৃহীত

Publish : 01:24 AM, 06 December 2024.
বিনোদন প্রতিবেদক :

ঢাকার ঐতিহ্যবাহী জামদানি শাড়ি পরে ভারতের মঞ্চে চমক দেখিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ব্যতিক্রমী নকশার জামদানি গায়ে চড়িয়েছিলেন এই অভিনেত্রী। ‘ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড-২০২৪’-এ তিনি পেয়েছেন বিশেষ পুরস্কারও। বাহারি সাজের এই শাড়ি তৈরি করতে নাকি ছয় মাস সময় লেগেছে।

সোমবার (১ ডিসেম্বর) মুম্বাইতে বসে ‘ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ড-২০২৪’ প্রদান অনুষ্ঠান। মঙ্গলবার (৩ ডিসেম্বর) জামদানির ওই পোশাক পরা ছবি ফেসবুকে শেয়ার করেছেন অভিনেত্রী।

ফেসবুকে জয়া লিখেছেন, ‘আমি যে সংস্কৃতি ধারণ করি, কোনো অনুষ্ঠানে গেলে তা উপস্থাপন করার চেষ্টা করি। একজন শিল্পী হিসেবে এটি আমার কাছে গুরুত্বপূর্ণ। বাংলাদেশি ঢাকাই জামদানি আমার জন্য একটি গুরুত্বপূর্ণ জিনিস। এবার আমি জামদানি শাড়ির গতানুগতিক উপস্থাপনের ধরনটি ভাঙতে চেয়েছি। এটি করার জন্য ফিল্মফেয়ারের চেয়ে ভালো আর কোনো জায়গা নেই বলে আমি মনে করি।’

জয়া আরো লেখেন, ‘এখানে খ্যাতিমান শিল্পীদের সঙ্গে দেখা করার সুযোগ হয়। এখানে অংশগ্রহণ করতে পারাকে সৌভাগ্যের বিষয় বলে আমি মনে করি। ধন্যবাদ, ফিল্মফেয়ার কর্তৃপক্ষকে।’

জয়ার সেই পোস্টে ভক্তরাও নানা রকম মন্তব্য করেছেন। অনেকেই অভিনেত্রীর এই সাজের প্রশংসা করেছেন।

২০২৪ সালের ফিল্মফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসে ১১টি বিভাগে মনোনয়ন পেয়েছে জয়া অভিনীত ‘কড়ক সিং’। তবে তিনি কোনো পুরস্কারের জন্য মনোনীত হননি। ‘কড়ক সিং’সিনেমাটি গত বছর ডিসেম্বরে মুক্তি পেয়েছিল। থ্রিলার ঘরানার এ সিনেমা নির্মাণ করেছেন অনিরুদ্ধ রায়চৌধুরী। এতে বলিউডের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী জয়ার সহশিল্পী ছিলেন। নিজে মনোনয়ন না পেলেও ‘কড়ক সিং’-এর মনোনয়নের খবর ফেসবুকে শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এ অভিনেত্রী।

পিপলনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --
CONTACT
[email protected]

বিনোদন বিভাগের অন্যান্য খবর

Follow Us

ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || VOD Bangla.com

Develop by _ DigitalSolutions.Ltd