ঢাকা, বাংলাদেশ ২৩ মে, ২০২৫

শাহরুখের গানে নাচলেন ডুয়া লিপা

শাহরুখের গানে নাচলেন ডুয়া লিপা

সংগৃহীত

Publish : 12:04 AM, 03 December 2024.
বিনোদন ডেস্ক :

ভারতের মুম্বাইয়ে শনিবার (৩০ নভেম্বর) একটি কনসার্টে পারফর্ম করেছেন ডুয়া লিপা। তার পারফরম্যান্স দেখতে আম্বানিদের পাশাপাশি হাজির ছিলেন বলিউডের একাধিক তারকা। 

দর্শক যখন বুঁদ ডুয়ার পারফরম্যান্সে, ঠিক তখনই মঞ্চে বেজে উঠল তার লেভিটেটিং গানের সঙ্গে শাহরুখ খানের বাদশা সিনেমার `ও লড়কি জো’ গানটি।

ডুয়ার গান `লেভিট্যাটিং’-এর সঙ্গে শাহরুখের `বাদশা’ সিনেমার `ওহ লড়কি’ গানটি মিশিয়ে `ম্যাশআপ’ তৈরি করা হয়েছিল।  যা সোশ্যাল মিডিয়ায় যেমন জনপ্রিয় তেমনই ভাইরাল। 

কনসার্টের মাঝে সেই গানই গেয়ে ওঠার পাশে নেচেও ওঠেন এই বিশ্ববিখ্যাত ব্রিটিশ পপ-তারকা। সঙ্গে সঙ্গে উপস্থিত জনতা চিৎকার করে ওঠেন আনন্দে। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। 

শাহরুখকন্যা সুহানা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও মুহূর্তটি শেয়ার করেছেন। ডুয়া লিপা ও শাহরুখের নাম পাশাপাশি লিখে মাঝে ভালবাসার ইমোজি ও শেষে ভারতীয় পতাকার ইমোজি দিয়েছেন তিনি। 

নেটপাড়ায় ডুয়ার এই কীর্তি দেখে যতটা খুশি ততটা অবাকও। স্বভাবতই কেউ ভাবতে পারেননি, যে একজন অপিরিচিত কারো ভাইরাল `ম্যাশআপ’ নিজের পারফরম্যান্সের সঙ্গে জুড়ে দেবেন খোদ ডুয়া নিজেই।

২০১৯ সালে ডুয়া লিপা যখন ভারতে এসেছিলেন তখন শাহরুখ খানের সঙ্গে দেখা করেছিলেন তিনি। 'কিং খান'-এর সঙ্গে পোজ দিয়ে তিনি ছবিও তোলেন। শাহরুখ নিজে সেই ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করে লেখেন, নতুন শর্তে বাঁচতে শিখলাম আমি। আর সেটি ডুয়া লিপার থেকে ভালো কার থেকেই বা শিখতে পারতাম? যেমন দারুণ সুন্দরী যুবতী উনি, তেমনই সুন্দর তার কণ্ঠস্বর। তার প্রতি অনেক ভালোবাসা।

এরপরে সরাসরি ডুয়ার উদ্দেশ্যে শাহরুখ লিখেছিলেন, কনসার্টের জন্য অনেক শুভেচ্ছা। আর যে নাচের ভঙ্গিগুলো শিখিয়েছিলাম সেগুলো মঞ্চে করতে ভুলো না কিন্তু।

শাহরুখের সেই মন্তব্যের কয়েকবছর পর ভারতের মাটিতে এসে তার গানেই কোমর দুলিয়ে নাচলেন ডুয়া লিপা।

পিপলনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --
CONTACT
[email protected]

বিনোদন বিভাগের অন্যান্য খবর

Follow Us

ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || VOD Bangla.com

Develop by _ DigitalSolutions.Ltd