ফাইল ছবি
বলিউড অভিনেত্রী কাজল সম্প্রতি নতুন একটি সিনেমার শুটিং শেষ করলেন। পরে সহকর্মীদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।
শুটিং সেট থেকে একাধিক ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, আরো একটি পরিবারকে বিদায় দেওয়ার পালা। সেই সঙ্গে পুরো টিমের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন অভিনেত্রী।
টাইমস অব ইনডিয়া লিখেছে, সম্প্রতি একটি সিনেমার শুটিং শেষ করেছেন কাজল। সেট থেকে ইন্সটাগ্রামে একাধিক ছবি পোস্ট করেছেন, যেখানে তাকে সিনেমার পুরো টিমের সঙ্গে কেক কেটে আনন্দ মুহূর্ত উদযাপন করতে দেখা গেছে। অভিনেত্রীর পরনে ছিল শার্ট এবং কালো প্যান্ট। তবে এখনই সিনেমার নাম ও তথ্য প্রকাশ করতে চাইছেন না অভিনেত্রী।
পোস্টের ক্যাপশনে কাজল লিখেছেন, প্রকল্পটি এখনো নামহীন। আরো একটি প্রজেক্ট শেষ হলো। আরো একটি পরিবারের সঙ্গে সম্পর্কের বিয়োগ হলো। আরো একটি ম্যারাথন যাত্রার ইতি ঘটলো। আমি এই মানুষগুলোর কাছে খুব কৃতজ্ঞ, এত সুন্দর এবং দুর্দান্ত অভিজ্ঞতা দেওয়ার জন্য। যিশু সেনগুপ্ত, নিরঞ্জন, বানি আন্টি তোমাদের সবাইকে খুব মিস করলাম। তোমরাও কেক কাটা মিস করলে; ছবিও। কিন্তু আমরা একে অন্যকে আরো বেশি মিস করব। আমাদের আবার জলদিই দেখা হবে।
২৯ বছর আগে কাজল অভিনীত 'করণ অর্জুন' সিনেমাটি কিছুদিন আগে নতুন করে বড় পর্দায় মুক্তি দেওয়া হয়েছে। রাকেশ রোশন পরিচালিত ব্লকবাস্টার এ সিনেমায় কাজলের পাশাপাশি ছিলেন শাহরুখ খান, সালমান খান, অমরেশ পুরি এবং মমতা কুলকার্ণি।
গত ২৫ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে কাজলের ‘দো পাত্তি’ সিনেমাটি। আগামীতে কাজলকে 'মহারাগনি: কুইন্স অব কুইন্স' সিনেমাতেও দেখা যাবে।
থ্রিলার গল্পের এ সিনেমা পরিচালনা করেছেন চরণ তেজ উপ্পালাপতি। সেখানে তার সঙ্গে রয়েছে প্রভু দেবা, নাসিরউদ্দিন শাহ, যিশু সেনগুপ্ত। এ ছাড়া থাকবেন আদিত্য শীল, প্রমোদ পাঠক।
পিপলনিউজ/আরইউ
ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || VOD Bangla.com