ঢাকা, বাংলাদেশ ১২ জুলাই, ২০২৫

নাটকে ভাষাদূষণের বিরুদ্ধে সোচ্চার হওয়া প্রয়োজন: বিপাশা হায়াত

নাটকে ভাষাদূষণের বিরুদ্ধে সোচ্চার হওয়া প্রয়োজন: বিপাশা হায়াত

সংগৃহীত

Publish : 05:33 AM, 28 November 2024.
বিনোদন প্রতিবেদক :

নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত। টিভি নাটক, মঞ্চ এমনকি চলচ্চিত্র মাতিয়েছেন তিনি। টিভি ও চলচ্চিত্রে এখন আর তাকে দেখা যায় না। তবে মঞ্চ নাটকে সুযোগ পেলেই কাজ করেন। তিনি একজন চিত্রশিল্পীও। এ ছাড়া লেখালেখি করেন নিয়মিত।

বর্তমানে স্থায়ীভাবে বসবাস করছেন যুক্তরাষ্ট্রে। আড়াই বছর পর গত মাসে দেশে আসেন এ অভিনেত্রী। মায়ের জন্মদিন ও বাবা আবুল হায়াতের আত্মজীবনী প্রকাশ উপলক্ষ্যেই এবারের আগমন। কথা প্রসঙ্গে বর্তমান টিভি নাটকের অবস্থা ও তার অভিনয় ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা করেন এ অভিনেত্রী।

টিভি নাটকে আর ফেরার ইচ্ছাও নেই জানিয়ে বিপাশা বলেন, ‘টিভি নাটকে অভিনয় করি না অনেক বছর। তবে মিস করি সেদিনগুলো। আর ফেরা হবে না। কারণ, এখন যে ধরনের নাটক মানুষ দেখতে চায়, যেভাবে মানুষ অভ্যস্ত হয়ে গেছে, তেমন কাজ বোধ হয় করতে পারব না। তবে আমি এখন মঞ্চেই বেশি আগ্রহী ও স্বাচ্ছন্দ্যবোধ করি। সুযোগ পেলেই মঞ্চে অভিনয় করছি।’

নাটকে ভাষার ব্যবহারে আরও সচেতন হওয়া উচিত বলে মনে করেন এ অভিনেত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যারাই আমরা সংস্কৃতি নিয়ে কাজ করছি, তারা আদতে ভাষার ব্যবহার নিয়ে কতটা ভাবছি? এখন নিম্নমানের কিংবা কুরুচিপূর্ণ শব্দের ব্যবহারে ছেয়ে গেছে টেলিভিশন ও ইউটিউবের প্রযোজনাগুলো। ভাষার বিকৃতি নিয়ে মাঝেমধ্যে বিভিন্ন দাবি উঠলেও এ সমস্যার পরিত্রাণ বিরাট আকারে চোখে পড়েনি। তাই ভাষাদূষণের বিরুদ্ধে সোচ্চার হওয়া প্রয়োজন। একটি সফল প্রযোজনার অর্ধেক নির্ভর করে ভালো চিত্রনাট্য ও সংলাপের ওপর।’

পিপলনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --
CONTACT
[email protected]

বিনোদন বিভাগের অন্যান্য খবর

Follow Us

ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || VOD Bangla.com

Develop by _ DigitalSolutions.Ltd