ঢাকা, বাংলাদেশ ২৩ মে, ২০২৫

না ফেরার দেশে পরীমনির সিনেমার প্রথম পরিচালক শাহ আলম মন্ডল

না ফেরার দেশে পরীমনির সিনেমার প্রথম পরিচালক শাহ আলম মন্ডল

সংগৃহীত

Publish : 09:48 AM, 25 November 2024.
বিনোদন প্রতিবেদক :

না ফেরার দেশে চলে গেলেন পরীমনির প্রথম সিনেমার নির্মাতা শাহ আলম মন্ডল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রনায়ক কায়েস আরজু। 

এরআগে শাহ আলম মন্ডল অসুস্থ হয়ে পড়লে প্রাথমিকভাবে তাকে রাজধানীর ইসলামিয়া ব্যাংক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। কিন্তু শেষপর্যন্ত সকলের চেষ্টা বৃথা করে না ফেরার দেশে পাড়ি জমালেন মন্ডল।

এদিকে তার মরদেহ এফডিসিতে আনা হবে কিনা এ নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যায়নি। পারিবারিক সূত্র জানিয়েছে, শাহ আলম মন্ডলের মরদেহ মগবাজার বাসায় কিছুক্ষণ রেখে পরে গ্রামের বাড়ি রংপুরে নিয়ে যাওয়া হবে। সেখানে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।

শাহ আলম মন্ডলের মৃত্যুতে শোক প্রকাশ করেছে চলচ্চিত্র পরিচালক সমিতি, প্রদর্শক সমিতি।

চলতি বছরের জুলাই মাসে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন শাহ আলম মন্ডল।

রংপুরে জন্ম নেওয়া শাহ আলম মন্ডলের হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। শাহ আলম মন্ডল পরিচালিত সিনেমাগুলো হলো- ‘ভালোবাসা সীমাহীন’ (২০১৫), আপন মানুষ (২০১৭),  ডনগিরি (২০১৯) এবং কোভিড নিয়ে দেশে প্রথম নির্মাণ করেন ‘লকডাউন লাভ স্টোরি’ (২০২২)। 

শাহ আলম মণ্ডল চলচ্চিত্রে আসেন ২০১১ সালে নির্ভরশীল পরিচালক সোহানুর রহমান সোহানের সহকারী হিসেবে। প্রথম কাজ করেছেন ‘সত্যের জয়’ ছবিতে। এরপর সহকারী হিসেবে কাজ করেন বদিউল আলম খোকন এবং এফআই মানিকের সঙ্গে। 

পিপলনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --
CONTACT
[email protected]

বিনোদন বিভাগের অন্যান্য খবর

Follow Us

ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || VOD Bangla.com

Develop by _ DigitalSolutions.Ltd