ঢাকা, বাংলাদেশ ২৩ মে, ২০২৫

অভিষেকের কথায় কাঁদলেন অমিতাভ

অভিষেকের কথায় কাঁদলেন অমিতাভ

সংগৃহীত

Publish : 04:19 AM, 21 November 2024.
বিনোদন ডেস্ক :

ভারতের প্রতিযোগিতামূলক টিভি শো ‘কন বনেগা ক্রোড়পতি ১৬’ তে ‘আই ওয়ান্ট টু টক’ ছবির প্রচারে আসছেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। বিশেষ ওই পর্বে অমিতাভের সঙ্গে খেলবেন ছেলে। সেই পর্বের প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা গেল ছেলের কথায় কেঁদে ফেলেছেন অমিতাভ বচ্চন।

এক ফ্রেমে আর সেভাবে দেখা যায় না ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনকে। যেন দুজনার দুটি পথ আলাদা হয়ে গেছে। অবশ্য এই বিষয়টি নিয়ে জল্পনা-কল্পনার অন্ত নেই। এদিকে মেয়ে আরাধ্যা যেন মায়ের ছায়াসঙ্গী। ঐশ্বরিয়ার সঙ্গেই সারাক্ষণ দেখা যায় তাকে।

এমন পরিস্থিতিতেই ‘কন বনেগা ক্রোড়পতি’র প্রোমো ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গেছে অভিষেক তার বাবা অমিতাভ বচ্চনকে নিয়ে কথা বলছেন। জানাচ্ছেন, ‘বাবা, আমি জানি না এটি বলা উচিত কিনা। আশা করব মানুষ আমায় ভুল বুঝবে না। কিন্তু আমরা আজ এখানে বসে আছি, রাত ১০টা বেজে গেছে, সকাল সাড়ে ৬টায় আমার বাবা বাড়ি থেকে বেরিয়েছে যাতে আমরা আরাম করে ৮-৯টা অবধি ঘুমাতে পারি। কেউ এই বিষয়ে বেশি কথা বলেন না যে একজন বাবা তার সন্তানের জন্য কী কী করেন, কারণ উনি চুপচাপ করেন।’

ছেলের এই কথা শুনে চোখ ছলছল করে ওঠে বিগ বির। কষ্টমাখা মুখে হাসেনও। অভিষেকের কথা শুনে হাততালি দিয়ে ওঠেন সকলে।

সেই প্রোমো ভিডিওটি প্রকাশ্যে আসলে অনেক নেটিজেন তাতে মন্তব্য করেন। এক ব্যক্তি লেখেন, 'হ্যাঁ, একেবারেই ঠিক। বাবা আর স্বামীর স্যাক্রিফাইস নিয়ে কেউ কিছু বলে না।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'একদম ঠিক। আপনাদের বাবা ছেলের জুটিকে দেখলে খুব ভালো লাগে।'

সুজিত সরকারের নতুন সিনেমা ‘আই ওয়ান্ট টু টক’। ছবিতে অর্জুনের চরিত্রে অভিনয় করছেন অভিষেক। দুই কন্যাসন্তানের বাবা অর্জুন জীবনের এমন এক পর্যায়ে যেখানে সে শারীরিকভাবে অসুস্থ। আর এই অসুস্থতা তার জীবন দেখার দৃষ্টিভঙ্গী পাল্টে দেয়।

যাদের প্রতি অর্জুন অন্যায় করেছেন, তাদের কাছে গিয়ে এখন সে ক্ষমা চাইতে চায়। এই সিনেমার প্রচার করতেই পরিচালককে সঙ্গে নিয়ে ‘কন বনেগা ক্রোড়পতি’ শোয়ে যান অভিষেক।

আগামী ২২ নভেম্বর সিনেমা হলে মুক্তি পাবে ‘আই ওয়ান্ট টু টক’। শোনা যায়, এই ছবির জন্য অভিষককে শারীরিক গঠনের পরিবর্তনও করতে হয়েছে। ওজন বাড়িয়েছিলেন তারকা। অভিষেক ছাড়াও ছবিতে অন্যান্য চরিত্রে রয়েছেন অহল্যা বামরো, জনি লিভার, পার্ল দে, ক্রিস্টিন গড্ডার্ড।

পিপলনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --
CONTACT
[email protected]

বিনোদন বিভাগের অন্যান্য খবর

Follow Us

ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || VOD Bangla.com

Develop by _ DigitalSolutions.Ltd