ঢাকা, বাংলাদেশ ২৪ মে, ২০২৫

শিল্পী ওস্তাদ আশীষ খাঁ আর নেই

শিল্পী ওস্তাদ আশীষ খাঁ আর নেই

সংগৃহীত

Publish : 05:02 AM, 17 November 2024.
বিনোদন প্রতিবেদক :

কিংবদন্তি সরোদশিল্পী ওস্তাদ আশীষ খাঁ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার হেনরি মায়ো মেমোরিয়াল হাসপাতালে শুক্রবার (১৫ নভেম্বর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।  তার বয়স হয়েছিল ৮৪ বছর। সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ভাতিজা সিরাজ আলী খাঁ।

শিল্পীর প্রয়াণের খবর জানিয়ে ফেসবুক পোস্টে সরোদশিল্পী সিরাজ আলী খাঁ লিখেছেন, গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের শ্রদ্ধেয় এবং প্রিয় আশীষ খাঁ শুক্রবার চলে গেছেন। নিজেদের জীবনে তাকে পেয়ে আমরা ধন্য হয়েছি। চিরকাল তিনি আমাদের হৃদয়ে থাকবেন।

বাঙালি সরোদিয়া ওস্তাদ আশীষ খাঁ দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে থাকছেন। ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব আর্ট এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ভারতীয় শাস্ত্রীয় সংগীত বিষয়ে শিক্ষকতা করেছেন তিনি। 

ওস্তাদ আশীষ খাঁ একজন স্বনামধন্য সরোদশিল্পী। তার দাদা ব্রাহ্মণবাড়িয়ার আলাউদ্দিন খাঁ সেনিয়া মাইহার ঘরানার প্রতিষ্ঠাতা ও ভারতীয় রাগসংগীতের কিংবদন্তি। তার বাবা বিখ্যাত সরোদবাদক আলী আকবর খাঁ। দাদা, বাবা ও ফুফু অন্নপূর্ণা দেবীর কাছে তালিম নিয়েছিলেন ওস্তাদ আশীষ খাঁ। 

বিশ্বসংগীতের মর্যাদাপূর্ণ আসর ৬৫তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে ‘বেস্ট ট্রাডিশনাল ওয়ার্ল্ড মিউজিক অ্যালবাম’ শাখায় গোল্ডেন স্ট্রিং অব দ্য সরোদ-এর জন্য মনোনয়ন পেয়েছিলেন তিনি। বাংলাদেশে অনুষ্ঠিত শাস্ত্রীয় সংগীত উৎসবে সরোদে যন্ত্রসংগীত পরিবেশন করে এখানকার সংগীত রসিকদের মন কেড়েছিলেন এই শিল্পী।

ওস্তাদ আশীষ খাঁ ১৯৬৭ সালে তবলাশিল্পী ওস্তাদ জাকির হোসেনকে নিয়ে ইন্দো-আমেরিকান সংগীত গোষ্ঠী ‘শান্তি’ গঠন করেন। জন বারহাম, এরিক ক্ল্যাপটন, জর্জ হ্যারিসনের মতো বিখ্যাত শিল্পীর সঙ্গে শাস্ত্রীয় সংগীতের সম্মেলন করেছেন তিনি। 

২০০৭ সালে তিনি ভারতের প্রথম শাস্ত্রীয় সংগীতজ্ঞ হিসেবে রয়্যাল এশিয়াটিক সোসাইটি অব গ্রেট ব্রিটেন অ্যান্ড আয়ারল্যান্ডের ফেলো নির্বাচিত হন।

১৯৩৯ সালে ভারতের মাইহারে আশীষ খাঁ’র জন্ম। মাত্র ১২ বছর বয়সে অল ইন্ডিয়া রেডিওতে পরিবেশন করেছিলেন তিনি। দাদা ও বাবার সঙ্গে কলকাতায় ‘তানসেন মিউজিক কনফারেন্স’-এও পরিবেশন করেছেন আশীষ। বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব ২০১৬-তে প্রথমবারের মতো বাজাতে আসেন তিনি।

আশীষ খাঁর পূর্বপুরুষের ভিটা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের শিবপুর গ্রামে। তিনি বাংলাদেশের নাগরিকত্বও নিতে চেয়েছিলেন।

পিপলনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --
CONTACT
[email protected]

বিনোদন বিভাগের অন্যান্য খবর

Follow Us

ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || VOD Bangla.com

Develop by _ DigitalSolutions.Ltd