ঢাকা, বাংলাদেশ ২৪ মে, ২০২৫

বাংলাদেশ বেতারের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সংগৃহীত

Publish : 12:21 AM, 18 December 2024.
নিজস্ব প্রতিবেদক :

মহান বিজয় দিবস ও বাংলাদেশ বেতারের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সোমবার (১৬ ডিসেম্বর)। বাংলাদেশ বেতারের উদ্যোগে জাতীয় বেতার ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদ।

অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধে শহীদ, সম্ভ্রম হারানো মা-বোন এবং অকুতোভয় মুক্তিযোদ্ধাদের ত্যাগ সাহস ও দেশপ্রেমের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। একইসঙ্গে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা জুলাই-২০২৪-এর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদ ছাত্র-জনতাকে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ এস এম জাহীদ মুক্তিযুদ্ধের প্রেরণায় জুলাইয়ের আন্দোলন ধারণ করে বৈষম্য বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। 

বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান) মুহাম্মদ আনোয়ার হোসেন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের প্রধান প্রকৌশলী মুনীর আহমেদ এবং উপমহাপরিচালক (বার্তা) মুহাম্মদ শরীফুল কাদের। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের পরিচালক মো. আরিফুল ইসলাম। আলোচনার শেষে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে দেশের প্রথিতযশা শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। 

পিপলনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --
CONTACT
[email protected]

মিডিয়া বিভাগের অন্যান্য খবর

Follow Us

ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || VOD Bangla.com

Develop by _ DigitalSolutions.Ltd