ঢাকা, বাংলাদেশ ২৪ মে, ২০২৫

দাবার কনিষ্ঠতম বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের গুকেশ

দাবার কনিষ্ঠতম বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের গুকেশ

সংগৃহীত

Publish : 04:51 AM, 15 December 2024.
ক্রীড়া ডেস্ক :

দাবায় সবচেয়ে কনিষ্ঠ মানুষ হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন ভারতের গুকেশ ডোম্মারাজু। তিনি রাশিয়ার কিংবদন্তি গ্র্যান্ডমাস্টার গ্যারি কাসপারভের রেকর্ড ভেঙেছেন। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সিঙ্গাপুরে গুকেশ ফিদে দাবা বিশ্ব চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে চীনের ডিং লিরেনকে ৭.৫-৬.৫ স্কোরে পরাজিত করে ১৮তম দাবা চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি দ্বিতীয় ভারতীয় হিসেবে এই খেতাব জিতলেন। এর আগে প্রথম ভারতীয় হিসেবে বিশ্বনাথ আনন্দ বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন।

বৃহস্পতিবার ছিল ১৪তম ম্যাচ। ১৩তম ম্যাচের শেষে সমান পয়েন্ট ছিল তাদের। নিয়ম অনুযায়ী, যে আগে ৭.৫ পয়েন্টে পৌঁছাবে, সে জিতবে। বৃহস্পতিবার গুকেশ জিতে এক পয়েন্ট পেতেই পৌঁছে যান ৭.৫ পয়েন্টে। ফলে আর টাইব্রেকার খেলার প্রয়োজন হল না। সবচেয়ে কম বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আবেগ ধরে রাখতে পারেননি গুকেশ। কাঁদতে দেখা যায় তাকে।

গুকেশ যেদিন বিশ্ব চ্যাম্পিয়ন হলেন, সেদিন তার বয়স হল ১৮ বছর ৮ মাস ১৪ দিন। সর্বকালের অন্যতম সেরা দাবাড়ু কাসপারভ জিতেছিলেন প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিলেন ২২ বছর বয়সে।

চেন্নাই থেকে উঠে আসা গুকেশের পরিবারে কোনো এলিট দাবাড়ু নেই। তবে ছোটবেলায় স্কুল পরবর্তী দাবা ক্লাসে তার প্রতিভা ধরা পড়ে। ২০১৯ সালে ১২ বছর সাত মাস বয়সে ইতিহাসের তৃতীয় সর্বকনিষ্ঠ হিসেবে তিনি গ্র্যান্ডমাস্টার হন।

চ্যাম্পিয়নশিপের ১৪ গেমে দুই প্রতিদ্বন্দ্বী ৮টি ড্র এবং ২টি করে জয় অর্জন করেছিলেন। বৃহস্পতিবার ফাইনালে ডিং চাপের মুখে ভুল করে কিস্তি হারালে গুকেশ জয় নিশ্চিত করেন।

ডিং লিরেন ২০২৩ সালে চীনের প্রথম দাবা বিশ্ব চ্যাম্পিয়ন হন। তবে মানসিক স্বাস্থ্যজনিত সমস্যার কারণে তিনি দীর্ঘদিন বিরতিতে ছিলেন। তবে চ্যাম্পিয়নশিপের শুরুতে ও ১২তম রাউন্ডের জয় তাকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে তুলে ধরেছিল।

গুকেশ এই জয়ে আবেগাপ্লুত হয়ে বলেন,  ১০ বছর ধরে এই মুহূর্তের স্বপ্ন দেখে আসছি আমি। তবে এই পজিশনে জিতব আশা করিনি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, ঐতিহাসিক ও অনুকরণীয়! এটি তার অনবদ্য প্রতিভা, কঠোর পরিশ্রম এবং দৃঢ় সংকল্পের ফল।

সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়নের তালিকা

১. গুকেশ ডোম্মারাজু : ১৮ বছর ৮ মাস ১৪ দিন। ২. গ্যারি কাসপারভ: ২২ বছর ৬ মাস ২৭ দিন। ৩. ম্যাগনাস কার্লসেন: ২২ বছর ১১ মাস ২৪ দিন।

পিপলনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --
CONTACT
[email protected]

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

Follow Us

ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || VOD Bangla.com

Develop by _ DigitalSolutions.Ltd