সংগৃহীত
ফিফা ক্লাব বিশ্বকাপ ৩২ দলের অংশগ্রহণে হবে। বিশ্বকাপটিতে ৩১তম দল হিসেবে ঠাঁই পেয়েছে ইন্টার মায়ামি। তবে টুর্নামেন্টে মাঠে নামবে তারা সবার আগে। আগামী ১৫ জুন উদ্বোধনী ম্যাচে মায়ামিতে লিওনেল মেসি, লুইস সুয়ারেসদের প্রতিপক্ষ আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন আল আহলি।
সত্যিকার অর্থে বৈশ্বিক রূপ নেওয়া ক্লাব বিশ্বকাপের নতুন চেহারার প্রথম আসরের ড্র অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের মায়ামিতে। ড্র পরিচালনা করেন ইতালির বিশ্বকাপজয়ী গ্রেট আলেসান্দ্রো দেল পিয়েরো। ড্রয়ের আগে ট্রফি উন্মোচন করেন ফিফা সভাপতি জিয়ান্তি ইনফান্তিনো ও ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো।
ড্র অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি রেকর্ডকৃত ভিডিও দেখানো হয়। সেখানে নিজের উপস্থিতির আশ্বাস দিয়ে তিনি প্রশংসা করেন ফিফা সভাপতির। ভিডিওতে তিনি বলেন, অবিশ্বাস্য এক আসর হতে যাচ্ছে এটি। আমি চেষ্টা করব সেখানে থাকতে। স্রেফ এটুকু বলতে চাই যে, আপনাদেরকে নেতৃত্ব দিচ্ছেন দারুণ একজন, যার নাম জিয়ান্নি। আমি তাকে স্রেফ জিয়ান্নি হিসেবেই জানি, সে একজন বিজয়ী। সে প্রেসিডেন্ট, আমিও প্রেসিডেন্ট। পরস্পরকে দীর্ঘদিন ধরে চিনি আমরা। তার সঙ্গে এই ধরনের সম্পর্ক থাকায় আমি দারুণ গর্বিত, কারণ ফুটবল খেলাটি ক্রমেই নতুন উচ্চতা স্পর্শ করছে। সবাই জানে, এটা খুব ভালো করছে… এবং যুক্তরাষ্ট্রেও খেলা হিসেবে এটা দারুণভাবে ছড়িয়ে পড়ছে।
আগে সাধারণত ছয় দলকে নিয়ে সাত ম্যাচের আসর শেষ হয়ে যেত ১০-১১ দিনেই। নতুন সংস্করণে ৩২ দলের টুর্নামেন্ট হবে ২৮ দিন ধরে, মোট ম্যাচ ৬৩টি। মহাদেশীয় চ্যাম্পিয়নদের সঙ্গে মহাদেশীয় আসরগুলোয় গত চার মৌসুমের র্যাঙ্কিং মিলিয়ে চূড়ান্ত হয়েছে অংশগ্রহণকারী দলগুলি। কদিন আগে কোপা লিবার্তাদোরেস জিতে সবশেষ দল হিসেবে এই আসরে খেলা নিশ্চিত করে ব্রাজিলের ক্লাব বতাফোগো।
ক্লাব বিশ্বকাপে ইন্টার মায়ামির অংশগ্রহণ অবশ্য বিতর্কের জন্ম দিয়েছে আগেই। স্বাগতিক দেশের একটি দলের কোটায় তাদেরকে সুযোগ দিয়ছে ফিফা। তবে যুক্তরাষ্টের মেজর লিগ সকারের মূল আসর এমএলএস কাপের প্রথম রাউন্ড উতরাতেই ব্যর্থ হয় তারা। ইস্টার্ন কনফারেন্সে ৭৪ পয়েন্ট নিয়ে রেকর্ড গড়ে সাপোর্টার্স শিল্ড জয়ের পরপরই ক্লাব বিশ্বকাপে তাদের নাম চূড়ান্ত জানিয়ে দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। শনিবার এমএলএস কাপের ফাইনালে লড়বে এলএ গ্যালাক্সি ও নিউ ইয়র্ক রেড বুলস। কিন্তু তাদের সামনে সুযোগ নেই ক্লাব বিশ্বকাপে খেলার।
গ্রুপ পর্বের ড্রয়ে বড় দলগুলির মধ্যে একসঙ্গে পড়েছে কেবল ম্যানচেস্টার সিটি ও ইউভেন্তুস। ক্লাব বিশ্বকাপের সবশেষ আসরের জয়ী দল সিটি।
ক্লাব বিশ্বকাপের সফলতম দল ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন রেয়াল মাদ্রিদের গ্রুপে আছে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন আল হিলাল।
আট গ্রুপের শীর্ষ দুটি করে দল যাবে পরের ধাপে। এরপর সিঙ্গল রাউন্ড নকআউট ম্যাচের ধাপ পেরিয়ে হবে সেমি-ফাইনাল ও ফাইনাল। তৃতীয় স্থান নিধারণী কোনো ম্যাচ নেই। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল আগামী ১৩ জুলাই।
কোন দল কোন গ্রুপে-
গ্রুপ এ: পালমেইরাস (ব্রাজিল), পোর্তো (পর্তুগাল), আল আহলি (মিশর), ইন্টার মায়ামি (যুক্তরাষ্ট্র)।
গ্রুপ বি : পিএসজি (ফ্রান্স), আতলেতিকো মাদ্রিদ (স্পেন), বতাফোগো (ব্রাজিল), সিয়াটল সাউন্ডার্স (যুক্তরাষ্ট্র)।
গ্রুপ সি: বায়ার্ন মিউনিখ (জার্মানি), অকল্যান্ড সিটি (নিউ জিল্যান্ড), বোকা জুনিয়র্স (আর্জেন্টিনা), বেনফিকা (পর্তুগাল)।
গ্রুপ ডি : ফ্ল্যামেঙ্গো (ব্রাজিল), এসপেরঁস (তিউনিসিয়া), চেলসি (ইংল্যান্ড), লেওন (মেক্সিকো)।
গ্রুপ ই: রিভার প্লেট (আর্জেন্টিনা), উরাওয়া রেড ডায়মন্ডস (জাপান), মন্তেরেই (মেক্সিকো)।
গ্রুপ এফ: ফ্লুমিনেসি (ব্রাজিল), বরুশিয়া ডর্টমুন্ড (জার্মানি), উলসান এইচডি (দক্ষিণ কোরিয়া), মামেলুয়েডি সানডাউন্স (দক্ষিণ আফ্রিকা)।
গ্রুপ জি: ম্যানচেস্টার সিটি (ইংল্যান্ড), উইদাদ এসি (মরক্কো), আল আইন (সংযুক্ত আরব আমিরাত), ইউভেন্তুস (ইতালি)।
গ্রুপ এইচ: রেয়াল মাদ্রিদ (স্পেন), আল-হিলাল (সৌদি আরব), পাচুকা (মেক্সিকো), রেড বুল সালসবুর্ক (অস্ট্রিয়া)।
পিপলনিউজ/আরইউ
ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || VOD Bangla.com