ঢাকা, বাংলাদেশ ১২ জুলাই, ২০২৫

স্বর্ণজয়ী শ্যুটার সাদিয়া আর নেই

স্বর্ণজয়ী শ্যুটার সাদিয়া আর নেই

সংগৃহীত

Publish : 11:54 PM, 03 December 2024.
চট্টগ্রাম ব্যুরো :

বাংলাদেশের সাবেক তারকা শ্যুটার সৈয়দা সাদিয়া সুলতানা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৩১ বছর।

প্রায় এক যুগ ধরে অনেকটা অন্তরালে ছিলেন স্বর্ণজয়ী এ শ্যুটার। 

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাদিয়া।

সাদিয়া সুলতানার বাবা আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা গেছে, সাদিয়া দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। সোমবার সবার অলক্ষ্যে বাড়ির ছাদ থেকে লাফ দেন। এরপর আহত সাদিয়াকে পরিবারের সদস্যরা চট্টগ্রাম মেডিক্যালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সাদিয়ার শ্যুটিং ক্যারিয়ার বর্ণাঢ্যময়। ২০১০ সালের কমনওয়েলথ শ্যুটিং চ্যাম্পিয়নশিপে ১০ মিটার এয়ার রাইফেলে স্বর্ণ জিতেছিলেন। দলগত ইভেন্টে দিল্লির আসর থেকে শারমিন আক্তার রত্নার সঙ্গে জুটি গড়েও জেতেন স্বর্ণ। তার আগে ওই বছরই এসএ গেমসে একই ইভেন্টে স্বর্ণ জেতেন। সবশেষ ২০১৩ সালে ১০ মিটার এয়ার রাইফেল থেকে সাফল্য পান বাংলাদেশ গেমসে। এরপর থেকেই শ্যুটিংয়ের বাইরে রয়েছেন তিনি। মাঝে ২০১৭ সালে আগুনে পুড়ে অসুস্থ ছিলেন দীর্ঘদিন।

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সিরাজউদ্দীন আলমগীর জানান, বাদ এশা সাদিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। 

সাদিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশন।

পিপলনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --
CONTACT
[email protected]

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

Follow Us

ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || VOD Bangla.com

Develop by _ DigitalSolutions.Ltd