ঢাকা, বাংলাদেশ ১২ জুলাই, ২০২৫

মাঠে অচেতন ফুটবলার, হাসপাতালে ভর্তি

মাঠে অচেতন ফুটবলার, হাসপাতালে ভর্তি

সংগৃহীত

Publish : 05:38 AM, 03 December 2024.
ক্রীড়া ডেস্ক :

ইতালিয়ান লিগ সিরি আ’তে রবিবার (১ ডিসেম্বর) রাতে মুখোমুখি হয়েছিল ফিওরেন্তিনা ও ইন্টার মিলান। ম্যাচের তখন ১৫তম মিনিট। হঠাৎ মাঠে লুটিয়ে পড়েন ফিওরেন্তিনার ২২ বছর বয়সী ফুটবলার এদোয়ার্দো বোভ। ছুটে আসেন সতীর্থরা। ইন্টার মিলানের খেলোয়াড়রাও পাশে দাঁড়ান।

সঙ্গে সঙ্গে মেডিক্যাল স্টাফরা এসে শুরু করেন প্রাথমিক চিকিৎসা। তাতে কাজ না হওয়ায় বোভকে অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় ক্যারেগি হাসপাতালে। রেফারি ততক্ষণে স্থগিত করে দেন খেলা। তার আগে দুদলের কেউই গোলের দেখা পায়নি। সিরি ‘এ’ কর্তৃপক্ষ জানায় খেলার নতুন সময়সূচি জানানো হবে পরে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, খেলার মাঝেই মাঠে এক হাঁটু গেড়ে বসে আছেন বোভ। কয়েক সেকেন্ড পর উঠে দাঁড়িয়ে চেষ্টা করেন হেঁটে সামনে যাওয়ার। কয়েক কদম যাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে মাঠে পড়ে যান। তাৎক্ষণিকভাবে চিকিৎসক দলকে মাঠে আসার জন্য ডাকেন দুদলের খেলোয়াড়রা।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসকদের তত্ত্বাবধানে বোভ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছেন। ২৪ ঘণ্টা পর শারীরিক অবস্থার অগ্রগতি জানা যাবে।

বিবৃতিতে আরো বলা হয়, বোভকে স্থিতিশীল হেমোডাইনামিক (রক্ত প্রবাহের গতি) অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার শরীরে প্রথমে যে কার্ডিওলজিক্যাল ও নিওরোলজিক্যাল পরীক্ষাগুলো করা হয়েছে, তাতে স্নায়ুতন্ত্র ও কার্ডিও-শ্বসনতন্ত্রের মারাত্মক কোনো ক্ষতি লক্ষ করা যায়নি। তবে তার শারীরিক অবস্থার অগ্রগতি জানতে আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। আপাতত তাকে ফার্মালজিক্যাল সিডেশনে (ওষুধের মাধ্যমে অচেতন করে রাখা) রাখা হয়েছে।

চলতি মৌসুমের শুরুতে রোমা থেকে ফিওরেন্তিনায় ধারে খেলতে এসেছেন বোভ। ফিওরেন্তিনার হয়ে ১১ ম্যাচে একটি গোল করেছেন তরুণ মিডফিল্ডার।

বোভের সুস্থতা কামনা করে ফিওরেন্তিনা প্রেসিডেন্ট রোকো কোমিসো বলেছেন, এদোয়ার্দো আমরা তোমার সঙ্গে আছি। তুমি দারুণ একজন ছেলে। এ পরিস্থিতিতে ক্লাবের সবাই বোভের পরিবারের সঙ্গে আছেন বলেও জানান রোকো।

এদিকে বোভের সতীর্থ ও স্প্যানিশ গোলরক্ষক দাভিদ দে হেয়া পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে, ‘সৃষ্টিকর্তা সহায় হোন।’ তাকে নিয়ে পোস্ট করেছে রোমাও, ‘আমাদেরই একজন তুমি, তোমার সঙ্গে আছি।’

পিপলনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --
CONTACT
[email protected]

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

Follow Us

ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || VOD Bangla.com

Develop by _ DigitalSolutions.Ltd