ঢাকা, বাংলাদেশ ১২ জুলাই, ২০২৫

ক্লাব বিশ্বকাপের ৩২ দল চূড়ান্ত

ক্লাব বিশ্বকাপের ৩২ দল চূড়ান্ত

সংগৃহীত

Publish : 05:27 AM, 03 December 2024.
ক্রীড়া ডেস্ক :

লাতিন আমেরিকান ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা কোপা লিবার্তোদোরেস জয় করে ২০২৫ ক্লাব বিশ্বকাপের টিকিট পেয়েছে বোটাফোগো। এর মাধ্যমে টুর্নামেন্টের জন্য ৩২ দল পেয়ে গেল ফিফা।

২০২৫ সাল থেকে বদলে যাচ্ছে ক্লাব বিশ্বকাপের ফরম্যাট। এখন থেকে এই টুর্নামেন্টে অংশ নেবে ৩২ দল। এর মধ্যে ইউরো থেকে সর্বোচ্চ ১২টি দল এই টুর্নামেন্টে খেলার সুযোগ পাচ্ছে। আর স্বাগতিক যুক্তরাষ্ট্র এবং ওশেনিয়া থেকে কেবল একটি করে দল ক্লাব ফুটবলের এই মহাযজ্ঞে অংশ নেবে।

ইউরোপের পর দ্বিতীয় সর্বোচ্চ ছয়টি স্লট পেয়েছে লাতিন আমেরিকা। সেখান থেকে যোগ্যতাবলে ব্রাজিলের চারটি এবং আর্জেন্টিনার দুটি ক্লাব মূল আসরে খেলার সুযোগ পাচ্ছে।

এ ছাড়া এশিয়া, আফ্রিকা এবং উত্তর আমেরিকা অঞ্চলের চারটি করে ক্লাব ফিফার এই টুর্নামেন্টে খেলার টিকিট পেয়েছে।

একনজরে ৩২ দল-

আল-হিলাল (সৌদি আরব), উরাওয়া রেড ডায়মন্ডস (জাপান), আল আইন (আরব আমিরাত), উলসান এইচডি (দক্ষিণ কোরিয়া), আল আহলি (মিসর), ওয়াইদাদ এসি (মরক্কো), এস্পেরানসে দে তিউনিস (তিউনিসিয়া), মামেলোদি সানডাউনস (দক্ষিণ আফ্রিকা), মন্তেরে (মেক্সিকো), সিয়াটল সাউন্ডার্স (যুক্তরাষ্ট্র), লিওন (মেক্সিকো), পাচুকা (মেক্সিকো), পালমেইরাস (ব্রাজিল), ফ্লামেঙ্গো (ব্রাজিল), ফ্লুমিনেন্স (ব্রাজিল), বোটাফোগো (ব্রাজিল), রিভার প্লেট (আর্জেন্টিনা), বোকা জুনিয়র্স (আর্জেন্টিনা), অকল্যান্ড সিটি (নিউজিল্যান্ড), চেলসি (ইংল্যান্ড), রিয়াল মাদ্রিদ (স্পেন), ম্যানচেস্টার সিটি (ইংল্যান্ড), বায়ার্ন মিউনিখ (জার্মানি), পিএসজি (ফ্রান্স), ইন্টার মিলান (ইতালি), পোর্তো (পর্তুগাল), বেনফিকা (পর্তুগাল), বরুসিয়া ডর্টমুন্ড (জার্মানি), জুভেন্টাস (ইতালি), আতলেতিকো মাদ্রিদ (স্পেন), রেড বুল সালজবুর্গ (অস্ট্রিয়া) এবং ইন্টার মায়ামি (যুক্তরাষ্ট্র)। 

পিপলনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --
CONTACT
[email protected]

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

Follow Us

ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || VOD Bangla.com

Develop by _ DigitalSolutions.Ltd