ঢাকা, বাংলাদেশ ১২ জুলাই, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে অনিশ্চয়তা: ভারতেরও দায় দেখছেন আফ্রিদি

চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে অনিশ্চয়তা: ভারতেরও দায় দেখছেন আফ্রিদি

সংগৃহীত

Publish : 08:42 AM, 01 December 2024.
ক্রীড়া ডেস্ক :

ভারত ও পাকিস্তান; প্রতিবেশি দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি অবস্থানে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা আছে। টুর্নামেন্টটি মাঠে গড়াতে আর দুই মাসের কিছু বেশি সময় বাকি আছে। কিন্তু এখনও পর্যন্ত ভেন্যু নিয়েই চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারেনি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা—আইসিসি।

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এমন অনিশ্চয়তার পেছনে ভারতের বড় দায় দেখছেন শহিদ আফ্রিদি। তার মতে খলার সঙ্গে রাজনীতি মিশিয়ে ফেলছে ভারত। যার নেতিবাচক পড়তে পারে দুই দেশের ক্রিকেটেই।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সামজিক যোগাযোগমাধ্যম এক্সে আফ্রিদি লিখেছেন, আইসিসির উচিত নিরপেক্ষতা বজায় রাখা। একই সঙ্গে হাইব্রিড মডেলের বিরুদ্ধে পিসিবির অবস্থানকে সমর্থন করেন বলেও জানিয়েছেন পাকিস্তানের সাবেক এই তারকা ক্রিকেটার। 

তিনি বলেন, বিসিসিআই খেলার সঙ্গে রাজনীতি মিশিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে অনিশ্চিত অবস্থায় ফেলেছে। হাইব্রিড মডেলের বিরুদ্ধে পিসিবির অবস্থানকে পূর্ণ সমর্থন করছি। যেহেতু পাকিস্তান (নিরাপত্তা শঙ্কা সত্ত্বেও) ২৬/১১-এর পর দ্বিপাক্ষিক সাদা বলের সিরিজসহ পাঁচবার ভারত সফর করেছে। আইসিসি ও এর পরিচালনা পর্ষদের নিরপেক্ষতা বজায় রাখার এবং তাদের কর্তৃত্ব দেখানোর সময় এসেছে।

পিপলনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --
CONTACT
[email protected]

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

Follow Us

ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || VOD Bangla.com

Develop by _ DigitalSolutions.Ltd