সংগৃহীত
আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করায় শাস্তি পেয়েছেন জিম্বাবুয়ের তারকা ক্রিকেটার শন উইলিয়ামস। আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে তাকে তিরস্কার করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
তিরস্কারের পাশাপাশি এই রোডেশিয়ান ক্রিকেটারের নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে। উইলিয়ামসের এই শাস্তির খবর বুধবার (২৭ নভেম্বর) একটি বিবৃতি দিয়ে জানিয়েছে আইসিসি।
চলমান জিম্বাবুয়ে-পাকিস্তান সিরিজের ঘটনা। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের ইনিংসের ২৬তম ওভারে সাইম আইয়ুবের বলে উইলিয়ামসকে লেগ বিফোর দেন আম্পায়ার। কিন্তু এই ব্যাটসম্যান দাবি করেন, বল ব্যাটে লেগেছে। মাঠেই অসন্তোষ প্রকাশ করেন তিনি।
আম্পায়ারের সিদ্ধান্তের এমন সমালোচনা করায় তার বিরুদ্ধে আচরণবিধি ভাঙার অভিযোগ আনা হয়। অবশ্য ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে দোষ স্বীকার করে নেন উইলিয়ামস। তাতে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
১৪৬ রানের লক্ষ্যে সাইমের বিধ্বংসী সেঞ্চুরিতে ম্যাচটি ১০ উইকেটে জিতে সিরিজে সমতা ফেরায় পাকিস্তান। দুই দলের সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডে হবে আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর)।
পিপলনিউজ/আরইউ
ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || VOD Bangla.com