সংগৃহীত
টাটা মার্টিনোর পদত্যাগের পরই গুঞ্জন উঠেছিল মেসিদের পরের কোচ হতে যাচ্ছেন সাবেক আর্জেন্টাইন ডিফেন্ডার হাভিয়ের মাশচেরানো। গুঞ্জন সত্য হলো। মিয়ামির প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন মেসির সাবেক সতীর্থ মাশচেরানো।
মিয়ামি মঙ্গলবার (২৬ নভেম্বর) এক বিবৃতি দিয়ে মাশচেরানোর কোচ হওয়ার খবরটি নিশ্চিত করে। এই আর্জেন্টাইনকে তিন বছরের জন্য মিয়ামির দায়িত্ব দেওয়া হয়েছে।
কিছুদিন আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে মিয়ামির দায়িত্ব থেকে সরে দাঁড়ান টাটা মার্টিনো। এখন মাশচেরানো তারই স্থলাভিষিক্ত হলেন। ক্লাব থেকে ওয়ার্ক পারমিট পেলেই কাজ শুরু করবেন আর্জেন্টিনার এই সাবেক ডিফেন্ডার।
জাতীয় দলের পাশাপাশি ক্লাব ফুটবলে মেসির সতীর্থ ছিলেন মাশচেরানো। বার্সেলোনার হয়ে ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত খেলেছেন তিনি। এ ছাড়া ওয়েস্ট হ্যাম, লিভারপুল, রিভার প্লেট এবং করিন্থিনিয়ান্সের হয়েও খেলেছেন মাশচেরানো।
২০২২ সালে কোচিং ক্যারিয়ারের শুরু মাশচেরানোর। আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৯ ও ২৩-এর দায়িত্ব পালনের পর এবার প্রথম কোনো ক্লাব ফুটবলের দায়িত্ব নিলেন তিনি। ৫০ ম্যাচে কোচিং করিয়ে ২৮ জয়, ১০ ড্র আর ১২ হারের স্বাদ পেয়েছেন তিনি।
এদিকে নতুন দায়িত্ব পেয়ে দারুণ উচ্ছ্বসিত মাশচেরানো। তিনি বলেন, ইন্টার মিয়ামির মতো ক্লাবকে নেতৃত্ব দিতে পারা আমার জন্য সম্মানের এবং এই সুযোগ আমি সফলভাবে কাজে লাগানোর সর্বোচ্চ চেষ্টা করব। এই ক্লাবকে নতুন উচ্চতায় তুলে ধরতে এবং এর সমর্থকদের আরো অনেক স্মরণীয় মুহূর্ত উপহার দেওয়ার লক্ষ্যে আমি ইন্টারের সকলের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।
পিপলনিউজ/আরইউ
ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || VOD Bangla.com