ঢাকা, বাংলাদেশ ১২ জুলাই, ২০২৫

রোনালদোর জোড়া গোল, কোয়ার্টারে পর্তুগাল

রোনালদোর জোড়া গোল, কোয়ার্টারে পর্তুগাল

সংগৃহীত

Publish : 12:22 AM, 18 November 2024.
ক্রীড়া ডেস্ক :

এক ম্যাচ পর আবারো জালের দেখা পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সফল স্পট কিকের পর শেষ দিকে দর্শনীয় ওভারহেড কিকে গোল করলেন আরেকটি। পোল্যান্ডের বিপক্ষে দ্বিতীয়ার্ধের গোল উৎসবে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনাল খেলা নিশ্চিত করল পর্তুগাল।

শুক্রবার (১৫ নভেম্বর) রাতে গ্রুপ পর্বের ম্যাচটি ৫-১ গোলে জিতেছে রবার্তো মার্টিনেসের দল। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ১৩২ ম্যাচজয়ী ফুটবলার এখন ৩৯ বছর বয়সী রোনালদো, পেছনে পড়ে গেছেন স্পেনের সের্হিও রামোস।

পোর্তোর দো দ্রাগাও স্টেডিয়ামে হওয়া নেশন্স লিগ গ্রুপ এওয়ানের ম্যাচটিতে রোনালদো ছাড়াও পর্তুগালের হয়ে গোল করেছেন রাফায়েল লিয়াও, ব্রুনো ফার্নান্দেজ ও পেদ্রো নেতো। ৫৯ মিনিটে লিয়াও গোলের খাতা খোলার পর ৭২ মিনিটে পেনাল্টি থেকে ‘পানেনকা’ শটে করা গোলে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো।

ম্যাচে আল নাসর তারকার সেরা মুহূর্তটি আসে ৮৭ মিনিটে, দলের পঞ্চম গোলের সময়। ডান পাশ থেকে ভিতিনিয়া খানিকটা উঁচু করে বল বাড়ান ছয় গজ বক্সের ভেতরে। বলের চেয়ে কিছুটা সামনে এগিয়ে যাওয়া রোনালদো শূন্যে ভেসে ডান পায়ের শটে দূরের কোণ দিয়ে বল জালে পাঠিয়ে দেন। এ নিয়ে আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৩৫-এ, সব প্রতিযোগিতা মিলিয়ে ক্যারিয়ারে ৯১০-এ। দুটোই তথ্য সংগ্রহ শুরুর পর থেকে এযাবৎকালের সর্বোচ্চ।

ম্যাচে রোনালদোর দুটিসহ পর্তুগালের পাঁচটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। দুই অর্ধের তুলনা টেনে ম্যাচ শেষে পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ বলেন, ‘আমরা যেভাবে খেলতে চেয়েছি, সে দিক থেকে প্রথমার্ধ খুব বাজে ছিল। আমরা মনোযোগ হারিয়ে হতাশ হয়ে পড়েছিলাম। তবে দ্বিতীয়ার্ধ ছিল আমার দেখা এখন পর্যন্ত সেরা। আমরা মানসিকতা বদলে নিয়ে খেলায় মনোযোগ বাড়িয়েছে, পারস্পরিক সহায়তা বাড়িয়েছি। পোল্যান্ডকে খেলতেই দেইনি।’

পোল্যান্ডকে ৫-১ গোলে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই নেশন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পর্তুগাল। শেষ রাউন্ডে আগামী সোমবার ক্রোয়েশিয়ার মাঠে খেলবে পর্তুগাল।

পিপলনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --
CONTACT
[email protected]

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

Follow Us

ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || VOD Bangla.com

Develop by _ DigitalSolutions.Ltd