ঢাকা, বাংলাদেশ ২৪ মে, ২০২৫

শিল্পকলায় নাট্যকর্মীদের ওপর হামলার ঘটনায় আটক ২

শিল্পকলায় নাট্যকর্মীদের ওপর হামলার ঘটনায় আটক ২

সংগৃহীত

Publish : 04:48 AM, 11 November 2024.
নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের শুক্রবারের (৮ নভেম্বর) প্রতিবাদ সমাবেশে অতর্কিত হামলার প্রতিবাদে শনিবার (৯ নভেম্বর) জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলন চলাকালে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির গেটের বাইরে বিশৃঙ্খলার দায়ে দুজনকে আটক করেছে পুলিশ। আটক দুজন হলেন মহিউদ্দিন হৃদয় (৩৮) ও রাসেল (৪২)।

একদল ব্যক্তির বিক্ষোভের মুখে `নিত্যপুরাণ’ নাটকের প্রদর্শনী মাঝপথে বন্ধ হওয়ার প্রতিবাদে শুক্রবার বিকালে শিল্পকলা একাডেমির সামনে সমাবেশ করছিলেন নাট্যকর্মীরা। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ওই প্রতিবাদ সমাবেশ চলাকালে সেখানে ডিম ছুড়ে মেরেছেন অজ্ঞাতনামা কয়েকজন। এ ঘটনার প্রতিবাদে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের পক্ষ থেকে শনিবার জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়।

ভেতরে যখন সংবাদ সম্মেলন চলছিল, সেই সময় শিল্পকলা একাডেমির বাইরে বেশ কয়েকজন যুবক মিছিল ও প্ল্যাকার্ড হাতে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। সে সময় পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। পরে সেখান থেকে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করে পুলিশ।

ঘটনাস্থলে থাকা পুলিশ জানায়, শিল্পকলার ভেতরে যখন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সংবাদ সম্মেলন চলছিল, সেই সময় গেটের বাইরে কিছু যুবক অবস্থান নেন। পরে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেন। সে সময় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করে রমনা থানায় নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ঘড়িতে তখন বিকাল পাঁচটা। গ্রুপ থিয়েটার ফেডারেশনের সমাবেশও প্রায় শেষের দিকে। নাট্যকার ও অভিনেতা মামুনুর রশীদের বক্তব্য চলছিল। মামুনুর রশীদ বলছিলেন, সমাজে যে বৈষম্য, সে বৈষম্যেরও একটি গভীরতর বহিঃপ্রকাশ হচ্ছে এই `নিত্যপুরাণ‘ নাটক। যা-ই হোক, আপনারা এসেছেন...। এরপরই `ধর, ধর’ চিৎকারে চারদিকে শোরগোল শুরু হয়।

সে সময়ই সমাবেশের পেছনে অর্থাৎ দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভবনের দিক থেকে ডিম ছুড়ে মারা হয়। সমাবেশে অংশ নেওয়া নাট্যকর্মীরা চেয়ার ছেড়ে সেদিকে ছুটে যান। কয়েক মিনিটের হইচই শেষ হলে মামুনুর রশীদ তার বক্তব্য শেষ করেন। পরে সমাবেশ চালিয়ে যান আয়োজকেরা।

২ নভেম্বর দেশ নাটকের `নিত্যপুরাণ’ নাটকের প্রদর্শনী চলার মাঝপথে সেটি বন্ধ করার দাবিতে শিল্পকলা একাডেমির সামনে বিক্ষোভ করেন একদল লোক। এই পরিস্থিতির মধ্যে দর্শকদের নিরাপত্তার কথা ভেবে প্রদর্শনীর মাঝপথে ওই নাটক বন্ধ করে দেয় শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ। এর প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করেছিল বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন।

শিল্পকলা একাডেমির প্রবেশদ্বারের মুখে সমাবেশে শতাধিক নাট্যকর্মী অংশ নেন। সমাবেশে ডিম ছুড়ে মারার পর বক্তব্যে মামুনুর রশীদ বলেন,`সভা শেষ করব না। ভেতরে নাটক হবে, বাইরে আমরা পাহারা দেব। এই দুষ্কৃতকারীদের দেখে ছাড়ব।’

ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক (ঢাকা মহানগর) তপন হাফিজ বলেন, আমাদের সমাবেশ শেষ হচ্ছিল। এর মধ্যে অতর্কিতভাবে কিছু দুষ্কৃতকারী পেছন থেকে ডিম ছুড়ে মারে। 

এ ঘটনার প্রতিবাদে ১৫ নভেম্বর সারা দেশে প্রতিবাদ সভা ঘোষণা করেছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। 

পিপলনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --
CONTACT
[email protected]

শিল্প-সংস্কৃতি বিভাগের অন্যান্য খবর

Follow Us

ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || VOD Bangla.com

Develop by _ DigitalSolutions.Ltd