ফাইল ছবি
রাজধানীর চামেলীবাগের বাসা থেকে ঝুলন্ত অবস্থায় সাংবাদিক সীমান্ত খোকনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি এনটিভির বার্তা সম্পাদক ছিলেন। দীর্ঘদিন দৈনিক মানবজমিনে কাজ করেছেন তিনি।
মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আমীন বলেন, সাংবাদিক সীমান্ত খোকন আত্মহত্যা করেছেন। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে রাখা হয়েছে।
সীমান্ত খোকন জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য ছিলেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নে। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে ওই বাসায় থাকতেন।
সহকর্মীরা বলছেন, নানা বিষয় নিয়ে মানসিকভাবে কিছুটা হতাশাগ্রস্ত ছিলেন সীমান্ত খোকন। তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। কয়েক দিন ধরে নিজের ঘর থেকে খুব একটা বেরও হতেন না। মঙ্গলবার দুপুর থেকে তার ঘরের দরজা বন্ধ ছিল। সাড়াশব্দ না পেয়ে বেলা দেড়টার দিকে চাবি দিয়ে দরজা খুলে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।
বুধবার (২ অক্টোবর) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবে তার জানাজা হবে। পরে তার কর্মস্থল এনটিভিতে শ্রদ্ধা জানানো হবে। এরপর তার গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
সীমান্ত খোকন কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম ঢাকার সাবেক সাধারণ সম্পাদক। এক সময় বিনোদন সাংবাদিক হিসেবেও কাজ করেছেন তিনি।
পিপলনিউজ/আরইউ
ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || VOD Bangla.com