সংগৃহীত
ফুকেট আন্তর্জাতিক আর্ট সিম্পোজিয়াম শুরু হতে যাচ্ছে শনিবার (২১ সেপ্টেম্বর)। উদ্বোধন পর্বে গেস্ট স্পিকার হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশের চিত্রশিল্পী অধ্যাপক আনিসুজ্জামান আনিস। তিনি ঢাবি চারুকলা অনুষদের ছাপচিত্র বিভাগের একজন জনপ্রিয় শিক্ষক।
বাংলাদেশের আপামর চিত্রশিল্পী সমাজ অধ্যাপক আনিসের এই বিরল অর্জনের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি ঢাকা চারুকলা, রবীন্দ্র ভারতী এবং তামা আর্ট ইউনিভার্সিটি জাপান থেকে ছাপচিত্রে উচ্চতর পড়াশোনা শেষ করে বিভিন্ন দেশে প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি কর্মশালায় অংশ নিয়ে নিজেকে সমৃদ্ধ করেন।
ফুকেট সিম্পোজিয়াম সম্পর্কে তিনি বলেন, 'এটি একটি গুরুত্বপূর্ণ আর্ট ইভেন্ট। আগামী থাই বিয়েন্নালকে সামনে রেখে থাইল্যান্ডে নানাবিধ আর্ট এক্টিভিটি শুরু হয়েছে। এই ইভেন্টে অনেকগুলো দেশ অংশ নিয়েছে। আমন্ত্রিত শিল্পী হিসেবে বাংলাদেশ থেকে তরুণ উদীয়মান শিল্পী ফখরুল ইসলাম মজুমদার শাকিল অংশ নিচ্ছে।'
পিপলনিউজ/আরইউ
ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || VOD Bangla.com