ঢাকা, বাংলাদেশ ২৪ মে, ২০২৫

নির্বাচন উপলক্ষ্যে নিরাপত্তা জোরদার করেছে র‍্যাব-৩

নির্বাচন উপলক্ষ্যে নিরাপত্তা জোরদার করেছে র‍্যাব-৩

নির্বাচন উপলক্ষ্যে নিরাপত্তা জোরদার করেছে র‍্যাব-৩

Publish : 01:01 AM, 19 September 2024.
নিজস্ব প্রতিবেদক :

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে রাজধানীতে নিরাপত্তামূলক কার্যক্রম জোরদার করেছে র‍্যাব-৩।

শুক্রবার (৫ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন র‍্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পরিচালক মো. আরিফুর।

তিনি জানান, আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে র‍্যাব-৩ এর দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। র‍্যাব-৩ এর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চেকপোস্টের পাশাপাশি রাজধানীর প্রবেশমুখে বিশেষ নিরাপত্তামূলক চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়া, দায়িত্বপূর্ণ এলাকায় রোবাস্ট পেট্রোল মোতায়ন করা হয়েছে।

যেকোনো মূল্যে পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনমনে শান্তি বজায় রাখার জন্য দুষ্কৃতকারী ও নাশকতাকারীদের যেকোনো ধরনের অপচেষ্টা প্রতিহত করার জন্য র‍্যাব-৩ তৎপর রয়েছে। এছাড়া, যেকোনো স্থানে তাৎক্ষণিক চেকপোস্ট স্থাপনের মাধ্যমে দুষ্কৃতকারীদের গ্রেপ্তারে র‌্যাবের কার্যক্রম চলমান থাকবে।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে  এবং যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় র‍্যাব-৩ প্রস্তুত রয়েছে।

-- বিজ্ঞাপন --
CONTACT
[email protected]

দ্বাদশ নির্বাচন বিভাগের অন্যান্য খবর

Follow Us

ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || VOD Bangla.com

Develop by _ DigitalSolutions.Ltd