ঢাকা, বাংলাদেশ ২৪ মে, ২০২৫

এবার ভোট উৎসব হবে: ওয়াকিল উদ্দিন

এবার ভোট উৎসব হবে: ওয়াকিল উদ্দিন

Publish : 03:45 AM, 13 September 2024.
নিজস্ব প্রতিবেদক :

ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে অনুরোধ করেছেন ঢাকা-১১ আসনের নৌকা মার্কার মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াকিল উদ্দিন। তিনি বলেন, ‌‘এবার ভোট উৎসব হবে বলে আমি শতভাগ আশাবাদী।’ 

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) নিজ নির্বাচনি এলাকায় নির্বাচনি প্রচারণায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।  

এসময় নির্বাচনি প্রচারণায় উপস্থিত ছিলেন জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ, চিত্রনায়িকা নূতন, নিপুণসহ অনেকেই। আরো ছিলেন গুলশান থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মশিবুর রহমান মুকুল, বাড্ডা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

প্রচারণাকালে রিয়াজ বলেন, ‘মানুষের উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। সবাই আজ ওয়াকিল উদ্দিন ভাইয়ের জন্য রাস্তায় নেমে এসেছেন। এটাই প্রমাণ করে তিনি জয়ী হবেন।’ 

চিত্রনায়িকা নূতন বলেন, ‘ওয়াকিল ভাই জয়ী হবেন। তার জনপ্রিয়তা আজ দেখেছি।’ 

ওয়াকিল উদ্দিন বলেন, ‘আমি মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সবসময় মানুষের পাশে ছিলাম। আজীবন থাকবো। আমার এই আসনের মানুষের উচ্ছ্বাস-উদ্দীপনাই বলে আমি জয়ী হবো। সবাইকে সেবা করার সুযোগ পাবো।’

তিনি বলেন, ‘আমি প্রতিটা ওয়ার্ডে গণসংযোগ করছি। সাধারণ মানুষের প্রচণ্ড সাড়া পাচ্ছি। শেখ হাসিনা সারা বাংলাদেশে যে সব উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছেন, ভোটারদের মধ্যে তার প্রতিফলন দৃশ্যমান। নৌকার প্রচারণায় স্বতস্ফূর্তভাবে মানুষ অংশগ্রহণ করছে।’ 

ওয়াকিল উদ্দিন বলেন, ‘আমি এই বাড্ডাতে পরপর ৫টা জাতীয় নির্বাচনের প্রধান সমন্বকারী ছিলাম। এই আসনের মানুষের সাথে আমার ওঠা বসার ইতিহাস নতুন নয়, অনেক পুরনো। এখানে আমার বাড়িঘর আছে এবং আমি এখানকার প্রতিটি মানুষকে চিনি। এটা আমার নিজের আসন। তৃণমূলের সকল নেতাকর্মীকে আমি চিনি তারাও আমাকে চিনেন।’ 

এসময় তিনি বলেন, 'আশাবাদী এবার অনেক প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন হবে। সব প্রার্থীই সাধ্যমত স্বাধীনভাবে প্রচার-প্রচারণার কাজ করছেন। শান্তিপূর্ণ নির্বাচনি কার্যক্রম চলছে। আগামী ৭ তারিখ উৎসবপূর্ণ ভোট হবে।'

-- বিজ্ঞাপন --
CONTACT
[email protected]

দ্বাদশ নির্বাচন বিভাগের অন্যান্য খবর

Follow Us

ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || VOD Bangla.com

Develop by _ DigitalSolutions.Ltd