ঢাকা, বাংলাদেশ ২৪ মে, ২০২৫

বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালের বর্ষপূতি উৎযাপন

বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালের বর্ষপূতি উৎযাপন

বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালের বর্ষপূতি উৎযাপন

Publish : 04:55 AM, 02 January 2024.
নিজস্ব প্রতিবেদক :

বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে গত এক বছরে প্রায় ৪১ হাজার ৫০০ রোগী চিকিৎসা নিয়েছেন। একই সময়ে এখানে লক্ষাধিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এছাড়া এক হাজারের মতো রোগী এখনো চিকিৎসাধীন।

বুধবার (২৮ ডিসেম্বর) সুপার স্পেশালাইজড হাসাপাতালের বর্ষপূতি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব তথ্য জানান বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘আমরা এখানে অনেক অপারেশন করেছি, যা মানসম্পন্ন। এছাড়া এখানে কিডনি ট্রান্সপ্লান্ট, জোড়া শিশু আলাদা, জয়েন্ট অ্যান্ড হিপ রিপ্লেসমেন্ট করাসহ অনেক কাজ করেছি।’

বিএসএমএমইউ উপাচার্য বলেন, ‘আগামী এক মাসের মধ্যে সুপার স্পেশালাইজড হাসপাতালে আইসিইউ, আন্তঃবিভাগে রোগীর সংখ্যা বাড়াতে চাই। আগামী ১ জানুয়ারি সুপার স্পেশালাইজড হাসপাতালে এক্সিকিউটিভ চেকআপ রুম চালু করতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছেন, কোনো রোগী যেন চিকিৎসা নিতে দেশের বাইরে না যায়, সেই স্বপ্ন পূরণে দেশের মধ্যেই সব রোগের চিকিৎসা দেওয়ার লক্ষ্যে আমরা কাজ করছি। আমাদের দেশেই স্বল্প খরচে সব ধরনের চিকিৎসা সেবা দেওয়া হবে। শেখ হাসিনার কাছ থেকে আমরা সুপার স্পেশালাইজড হাসপাতাল পেয়েছি। গত ২০১৪ সালের ১৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী এই হাসপাতাল উদ্বোধন করেন।’

তিনি বলেন, ‘আমরা অনেক সেবা দিয়েছি, যেসব সেবার জন্য আমাদের দেশের রোগীরা বাইরের দেশে চিকিৎসা নিতে যান। বন্ধ্যাত্বের চিকিৎসায় রোগীরা বাইরে যান। আমরা এই সেবাটার জন্যও কাজ করতে চাইছি। আমরা এখানে থেরাপির মাধ্যমে টেস্টটিউব বেবি করেছি। জোড়া শিশু সেপারেট করছি। কিডনি ট্রান্সপ্লান্টও এখানেই করবো। যার খরচ আমাদের দেশে ৩ লাখ, বিদেশে ৪০ লাখ টাকা। লিভার ট্রান্সপ্লান্টও আমরা এখানে করবো, যার খরচ আমাদের এখানে ২০ লাখ টাকা আর বাইরের দেশে এক কোটি টাকা।’

শারফুদ্দিন আহমেদ আরও বলেন, ‘আমাদের এখানের কার্যক্রম আরও গতি পাবে যদি প্রয়োজনীয় জনবল নিশ্চিত করতে পারি। কোরিয়া থেকে যেসব যন্ত্রপাতি আসার কথা সেগুলো আশা করি খুব শিগগির পেয়ে যাবো। তারপর আমরা শতভাগ চিকিৎসা সেবা চালু করতে পারবো।’

বুধবার সুপার স্পেশালাইজড হাসপাতালে চারটি আইটি সম্পর্কিত সেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সুপার স্পেশালাইজড হাসপাতালের ওয়েবসাইট, অনলাইনে রোগী ভর্তি, ইস্যু ট্রাকার সিস্টেম ও স্মার্ট কার পার্কিং সিস্টেম কার্যক্রমেরও উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সুপার স্পেশালাইজড হাসপাতালের অতিরিক্ত পরিচালক সহযোগী অধ্যাপক ডা. মো. রসুল আমিন। এতে সভাপতিত্ব করেন সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ডা. আব্দুল্লাহ আল হারুন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, সুপার স্পেশালাইজড হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান কনসালট্যান্ট অধ্যাপক ডা. একেএম ফজলুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মেডিকেল অফিসার ডা. শাহ নিজাম উদ্দিন শাওন।

-- বিজ্ঞাপন --
CONTACT
[email protected]

স্বাস্থ্য বিভাগের অন্যান্য খবর

Follow Us

ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || VOD Bangla.com

Develop by _ DigitalSolutions.Ltd