ঢাকা, বাংলাদেশ ২৪ মে, ২০২৫

ট্রাম্পের শপথের আগেই সরে যাবেন এফবিআই প্রধান

ট্রাম্পের শপথের আগেই সরে যাবেন এফবিআই প্রধান

সংগৃহীত

Publish : 01:12 AM, 14 December 2024.
আন্তর্জাতিক ডেস্ক :

আগামী বছরের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। তার ক্ষমতা গ্রহণের আগেই পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছেন দেশটির দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই)  প্রধান ক্রিস্টোফার রে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিবিসির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বুধবার এফবিআইয়ের অভ্যন্তরীণ এক বৈঠকে রে ঘোষণা দেন যে তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে নব-নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প এরইমধ্যে এফবিআইয়ের পরবর্তী প্রধান হিসেবে ক্যাশ প্যাটেলের নাম ঘোষণা করেছেন। ভারতীয় বংশোদ্ভূত প্যাটেল অবশ্য নাটকীয়ভাবে এফবিআইয়ের কর্তৃত্ব সীমিত করার আহ্বান জানিয়েছেন। 

বুধবারের বৈঠকে রে বলেছেন, আমি সিদ্ধান্ত নিয়েছি যে ব্যুরোর জন্য সঠিক জিনিসটি হলো বর্তমান প্রশাসনের শেষ পর্যন্ত কাজ করা এবং এরপর পদত্যাগ করা।

এক কর্মকর্তা জানান, রে'র এমন ঘোষণার পর অনেকে তাকে দাঁড়িয়ে সম্মান জানান এবং কিছু দর্শককে কাঁদতেও দেখা গেছে। 

২০১৭ সালে রে'কে ১০ বছরের জন্য এফবিআই প্রধান হিসেবে বেছে নেন ট্র্যাম্পই। তবে পরবর্তী সময়ে ট্রাম্পের চক্ষুশূল হয়ে উঠেন রে। সম্প্রতি ট্রাম্প বলেছেন, রে-এর পদত্যাগ আমেরিকার জন্য একটি চমৎকার দিন হবে। 

এদিকে বুধবার ক্যাশ প্যাটেল জানিয়েছেন, তিনি একটি মসৃণ ক্ষমতা হস্তান্তরের জন্য অপেক্ষা করছেন। তিনি বলেন, সিনেটররা চমৎকার এবং আমি তাদের পরামর্শ এবং সম্মতি প্রক্রিয়ার মাধ্যমে তাদের আস্থা এবং এফবিআইয়ের আইন-শৃঙ্খলা ও সততা পুনরুদ্ধারের জন্য উন্মুখ হয়ে আছি। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এফবিআইয়ের কড়া সমালোচক হিসেবে পরিচিত ক্যাশ প্যাটেল। এ ছাড়া তিনি যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট নির্মূল করারও কথা বলেছেন। 

পিপলনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --
CONTACT
[email protected]

আন্তর্জাতিক বিভাগের অন্যান্য খবর

Follow Us

ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || VOD Bangla.com

Develop by _ DigitalSolutions.Ltd