ঢাকা, বাংলাদেশ ২৪ মে, ২০২৫

ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের প্রতিবাদ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের পদযাত্রা

ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের প্রতিবাদ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের পদযাত্রা

বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসন ও দেশটির গণমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তারাদের পদযাত্রা।

Publish : 03:35 AM, 13 December 2024.
সিনিয়র রিপোর্টার :

বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসন ও দেশটির গণমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তারাদের পদযাত্রা শুরু হয়েছে।

পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির উদ্যোগে বুধবার সকাল ১১টা ২০ মিনিটে রাজারবাগ পুলিশ লাইন্স গেটের সামনে থেকে এ পদযাত্রা শুরু হয়। পদযাত্রা শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবাদলিপি দেবেন পুলিশের সাবেক কর্মকর্তারা।

অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ব্যানারে শুরু হওয়া এই পদযাত্রায় অংশ নিয়েছেন কয়েক'শ কর্মকর্তা। মিছিলটি শান্তিনগর, কাকরাইল, মৎস্যভবন হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হবে।

পদযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন সাবেক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) ও বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এম আকবর আলী।

পদযাত্রার শুরুতে আকবর আলী বলেন, ভারতের দাদাগিরি বাংলাদেশে চলবেনা। বাংলাদেশের সার্বোভৌমত্ব রক্ষায় সবসময় প্রস্তুত পুলিশের অবসরপ্রাপ্ত সদস্যরা।

এ সময় সাবেক পুলিশ সদস্যরা দাবি করেন, ভারতের মিডিয়াগুলো উস্কানি দিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়। ফ্যাসিস্ট সরকার প্রধান ভারতে পালিয়ে গিয়ে সেখানে বসে তাদের কুপরামর্শ দিচ্ছে।


পিপলনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --
CONTACT
[email protected]

জাতীয় বিভাগের অন্যান্য খবর

Follow Us

ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || VOD Bangla.com

Develop by _ DigitalSolutions.Ltd