ফাইল ছবি
রাজধানীর বংশাল থানার আগামাছি লেনের একটি বাসার দ্বিতীয়তলায় কাপড়কে দোলনা বানিয়ে দোল খাওয়ার সময় গলায় ফাঁস লেগে মোছা. ঝুমুর (১২) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতের দিকে এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা মো. ইউসুফ বলেন, আমার মেয়েসহ আরো কয়েকজন শিশু কাপড় দিয়ে দোলনা বানিয়ে খেলা করার সময় হঠাৎ কাপড়ের সঙ্গে ঝুমুরের গলা পেঁচিয়ে যায়। পরে মেয়েকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, আমাদের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। বর্তমানে বংশাল থানার আগামাছি লেনের ৬৫-এ নম্বর বাসায় থাকি। আমার দুই ছেলে একটি মেয়ে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
পিপলনিউজ/আরইউ
ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || VOD Bangla.com