ঢাকা, বাংলাদেশ ১২ জুলাই, ২০২৫

উপদেষ্টা হাসান আরিফের ছেলের বিরুদ্ধে সাবেক স্ত্রীর মামলা

উপদেষ্টা হাসান আরিফের ছেলের বিরুদ্ধে সাবেক স্ত্রীর মামলা

সংগৃহীত

Publish : 04:34 AM, 05 December 2024.
নিজস্ব প্রতিবেদক :

ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফের ছেলে মোয়াজ আরিফের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে মামলা করেছেন তার সাবেক স্ত্রী নীলা ইসরাফিল।

সোমবার (২ ডিসেম্বর) রাজধানীর রমনা থানায় এ মামলা দায়ের করা হয়েছে। মামলায় মোয়াজ আয়াজকে আসামি করা হয়েছে। 

ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, আসামি মোয়াজ আরিফ গত ২৯ নভেম্বর ঢাকা ক্লাবের ভেতরে নীলাকে মারধর করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। আমরা তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেব।

তবে মারধরের অভিযোগ অস্বীকার করে আইনজীবি মোয়াজ আরিফ বলেন, ঢাকা ক্লাবের রেস্তোরাঁয় বাকবিতণ্ডার এক পর্যায়ে আরো অনেকের সামনেই নিজেকে নিজেই আঘাত করে আহত হন নীলা।

সাবেক এ দম্পতি গত কয়েকবছর ধরে পরস্পরের বিরুদ্ধে হামলাসহ নানা অভিযোগ করে আসছেন। দুপক্ষ একাধিক মামলাও করেছে। নানা ঘটনার মধ্যে ২০২১ সালের এপ্রিলে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। তাদের পাঁচ বছর ও চার বছরের দুটো কন্যা সন্তান রয়েছে।

সংশ্লিষ্ট পুলিশের কর্মকর্তারা বলছেন, এর আগে পরস্পরের বিরুদ্ধে মামলা করলেও সপ্তাহ শেষে তারা আবার একসঙ্গে বাচ্চাদের নিয়ে ঘুরতেও বের হন।

পারিবারিক জটিলতার জেরে ২০২১ সালের জুনে মোয়াজ আরিফকে হত্যাচেষ্টার অভিযোগে নয় মাসের অন্তসত্ত্বা অবস্থায় নীলাকে গ্রেপ্তার করে পুলিশ। কারাগারে নিজের দ্বিতীয় সন্তানের জন্ম দেন তিনি।

সন্তান জন্ম দেওয়ার একদিন পর জামিনে বেরিয়ে ১৯ জুন রাজধানীর নিউ মার্কেট থানায় মোয়াজ আরিফের বিরুদ্ধে নির্যাতন, ভ্রুণ হত্যা ও তার দুই বছরের কন্যা সন্তানকে আটকে রাখার অভিযোগে মামলা করেন।

পরে ২০২১ সালের এপ্রিলে বিচ্ছেদ হয় তাদের। পরের বছর মার্চে প্রীতি সাঈদকে বিয়ে করেন মোয়াজ। এরপর নীলা তার বন্ধুদের নিয়ে প্রীতি সাঈদের হাত ভেঙে দেন বলে সেসময় মামলা হয়। ওই মামলায় নীলাকে আসামি করা হয়েছিল।

সম্প্রতি আবার নীলা তার সাবেক স্বামী মোয়াজের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে ফেসবুকে একাধিক পোস্ট দেন। সোমবার রমনা থানায় গিয়ে মামলা দায়েরের আগে ফেসবুক লাইভও করেন, যা সামাজিক যোগাযোগের এ মাধ্যমে আলোচনায় আসে।

মামলার এজাহারে নীলা ইসরাফিলের অভিযোগ, গত ২৯ এপ্রিল বেলা সাড়ে ৩টার দিকে তিনি তার দুই সন্তান ও গৃহকর্মীসহ গাড়িতে মোয়াজের বাসায় এসে তাকে নিয়ে ঢাকা ক্লাবে যান। সেখানেই মোয়াজ তাকে মারধর ও নির্যাতন করেন। এক পর্যায়ে ক্লাবের ডেস্কে থাকা ধারালো ছুড়ি দিয়ে মাথায় আঘাত করেন। পরে ক্লাবের কর্মী ও তার গৃহকর্মী এসে তাকে উঠিয়ে চিকিৎসার জন্য পাঠান।

এ সুযোগে মোয়াজ তার বাসা থেকে চারটি ল্যাপটপ, ১৭০০ সুইস ফ্রাঙ্কসহ বেশ কিছু জিনিসপত্র নিয়ে যায় বলেও এজাহারে অভিযোগ করা হয়।

মোয়াজ আরিফ বলেন, নীলা ইসরাফিল নিজেকে নিজে আঘাত করে আহত হয়েছেন। তিনি মানসিক রোগে আক্রান্ত, যার চিকিৎসাও এর আগে তিনি নিয়েছেন। সে কারণে তার মধ্যে এরকম প্রবণতা রয়েছে।

পিপলনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --
CONTACT
[email protected]

আইন-আদালত বিভাগের অন্যান্য খবর

Follow Us

ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || VOD Bangla.com

Develop by _ DigitalSolutions.Ltd