ঢাকা, বাংলাদেশ ২৪ মে, ২০২৫

শাহজালালে ১২ কেজি স্বর্ণসহ মালয়েশিয়ার নাগরিক আটক

শাহজালালে ১২ কেজি স্বর্ণসহ মালয়েশিয়ার নাগরিক আটক

সংগৃহীত

Publish : 04:36 AM, 02 December 2024.
নিজস্ব প্রতিবেদক :

ঢাকার হযরত শাহজালাল (রহ.) বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ ১২ কেজি স্বর্ণসহ মালয়েশিয়া থেকে আসা যাত্রীকে আটক করেছে। শুক্রবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে তাকে আটক করা হয়।

বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের যুগ্ম কমিশনার আল আমিন বলেন, ‘রাত ১১টা ৪৫ মিনিটে মালয়েশিয়া থেকে আসা ফ্লাইট এমএইচ ১৯৬-এর একজন যাত্রী শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। পরে মালয়েশিয়ার নাগরিক ওই যাত্রীকে নজরদারির মধ্যে রাখা হয়। এ সময় তাকে কাস্টমস কর্তৃক আর্চওয়েতে স্ক্যান করার পর শরীরে লুকিয়ে রাখা ১২টি স্বর্ণের বার পাওয়া যায়। প্রতিটি বারের ওজন এক কেজি হিসেবে সর্বমোট ১২ কেজি।’

ওই যাত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম চলছে বলে জানান এই কাস্টমস কর্মকর্তা।

পিপলনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --
CONTACT
[email protected]

রাজধানী বিভাগের অন্যান্য খবর

Follow Us

ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || VOD Bangla.com

Develop by _ DigitalSolutions.Ltd