ঢাকা, বাংলাদেশ ২৪ মে, ২০২৫

বিশ্বে এক চেহারার ৭ জন মানুষ, বিজ্ঞান কী বলে?

বিশ্বে এক চেহারার ৭ জন মানুষ, বিজ্ঞান কী বলে?

সংগৃহীত

Publish : 04:52 AM, 28 November 2024.
পিপলনিউজ ডেস্ক :

নাগরিক কোলাহলে কিংবা গ্রামীণ মেঠোপথে হাঁটছেন। হঠাৎ মোটামুটি দূরত্বে থেকে সামনের মানুষটিকে মনে হলো খুবই পরিচিত। আরে এতো আমাদের সুমন! এমন ভাবনায় তাকে গিয়ে সহজাত চাপড়ও মারলেন। কিন্তু কোথাও ভুল হচ্ছে। ভুল ভাঙাতে মানুষটির নাম জিজ্ঞেস করলেন। মিলল না। কিছু সময় ভ্যাবাচ্যাকা খেয়ে রইলেন দুজনেই। পরক্ষণে দুজনেই বুঝে গেলেন কিছু একটা ভুল হয়েছে।

এমন মুহূর্তের মুখোমুখি আমরা সবাই হই। নিশ্চয়ই শুনেছেন, এই বিশ্বে নাকি একই রকম দেখতে সাত জন মানুষ আছেন। ভাবছেন হয়তো সেই সাত জনের কারো সঙ্গেই হয়তো আপনার দেখা হয়েছে? কিন্তু এটি কি আদৌ সম্ভব?

গবেষকরা বলছেন, এমন কাহিনী পুরোপুরি বাস্তব নয়। যদিও দুজন মানুষের চেহারা হুবহু মিলতে পারে, তবে তাদের বলা হয় ডোপেলগ্যাঙ্গার। এর দ্বারা এমন মানুষকে বোঝানো হয়, যাদের মধ্যে জৈবিক সম্পর্ক না থাকলেও চেহারার অনেকটা মিল থাকে। তবে, এটি খুব বিরল ঘটনা এবং এই ধরনের মিল প্রতি ট্রিলিয়নে একজনেরও কম হতে পারে। কিছু সংস্কৃতিতে ডোপেলগ্যাঙ্গারকে ইভিল টুইন বা অলৌকিক সত্তা হিসেবে দেখা হলেও, এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।

অর্থাৎ বলা যায় পৃথিবীতে সাত জন এক চেহারার মানুষ থাকা আদৌ সম্ভব নয়। মানুষের চেহারা কেমন হবে, তা নির্ভর করে ডিএনএ আর জিনের ওপর। প্রতিটি মানুষের ২৩ জোড়া ক্রোমোজোম থাকে, আর সেই ক্রোমোজোমগুলো একে অপরের মধ্যে কিছু অংশ বিনিময় করে। এর ফলে প্রত্যেক মানুষের চেহারা আলাদা হয়।

তবে বর্তমানের সোশ্যাল মিডিয়ার যুগে এই চেহারার মিল দেখে অনেকেই অবাক হন। সেলিব্রিটিদের মধ্যে অনেকেরই সত্তা খুঁজে পাওয়া যায়। এই তালিকায় রয়েছে হলিউড ও বলিডের জনপ্রিয় তারকারা। যেমন ঐশ্বরিয়া রায়, ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট, কিয়ারা আদভানি, প্রিয়াংকা চোপড়া, শাহরুখ খান, আমির খান, হৃত্বিক রোষনসহ আরও অনেকে। বাদ যায়নি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ও শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। কিন্তু মজার বিষয় হলো, এই মিলের কারণে কখনো কখনো বিপদেও পড়তে হয়।

তাহলে, আমরা কি বলতে পারি পৃথিবীতে একই চেহারার সাত জন মানুষ আছে? গবেষণা বলছে, একেবারেই না। তবে এমন মানুষ থাকতে পারে, যারা আপনার সঙ্গে চেহারায় কিছুটা মিল রাখে। আর সেটিই আমাদের অবাক করে তুলছে। বৈজ্ঞানিক যুক্তিতে পৃথিবীর প্রতিটি মানুষ ভিন্ন এ সত্ত্বা।

পিপলনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --
CONTACT
[email protected]

বিচিত্র বিভাগের অন্যান্য খবর

Follow Us

ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || VOD Bangla.com

Develop by _ DigitalSolutions.Ltd