সংগৃহীত
রাজধানীর পল্টন মোড় এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষের মাঝে পড়ে রিকশা আরোহী মোহাম্মদ জাকির হোসেন নামে এক ব্যক্তি (৫৫) নিহত হয়েছেন। তিনি বেসরকারি মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তা।
রবিবার (১৭ নভেম্বর) ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। জানা যায়, ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে একটি পেঁয়াজবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আরিফ বলেন, স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি ভোরের দিকে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এর মাঝে পড়ে যায় একটি ব্যাটারিচালিত রিকশা। এতে রিকশাচালক ও আরোহী মোহাম্মদ জাকির হোসেন গুরুতর আহত হন।
তিনি আরো বলেন, খবর পেয়ে পল্টন মোড় এলাকা থেকে ওই দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জাকির হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত রিকশাচালক ঢামেকে চিকিৎসাধীন।
তিনি জানান, নিহত জাকির হোসেনের গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলায়। তার মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
পুলিশ বলছে, ঘটনার পর বাস ও ট্রাকের চালক পালিয়ে গেছেন। তবে গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
পিপলনিউজ/আরইউ
ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || VOD Bangla.com