ঢাকা, বাংলাদেশ ২৪ মে, ২০২৫

ভালোবেসে বিয়ের দুই মাসের মাথায় বাসায় ঝুলছিল দম্পতির লাশ

ভালোবেসে বিয়ের দুই মাসের মাথায় বাসায় ঝুলছিল দম্পতির লাশ

সংগৃহীত

Publish : 03:23 AM, 12 November 2024.
নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর রামপুরার একটি বাসা থেকে নববিবাহিত এক দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা মাস দুয়েক আগে বিয়ে করে একসঙ্গে বসবাস করে আসছিলেন।

শনিবার (৯ নভেম্বর) দুপুর একটার দিকে রামপুরার চৌধুরীপাড়া শিশু পার্কের পাশে একটি বাসার তৃতীয় তলা থেকে লাশ দুটি উদ্ধারের তথ্য দিয়েছেন রামপুরা থানার এসআই আব্দুল বাসেত।

মারা যাওয়া স্বামীর নাম জুবায়ের হুসাইন বিপুল (২৭) ও স্ত্রী মনীষা আক্তার (১৮)।

জুবায়ের পাবনা সদরের বলরামপুর গ্রামের আজিম উদ্দিনের ছেলে। তার স্ত্রী মনিসা আক্তার গাজীপুরের কাপাসিয়া থানার নলগাঁও গ্রামের হোসেন বেপারীর মেয়ে।

এসআই বাসেত বলেন, বিপুলের মরদেহ ঝুলছিল সিলিং ফ্যানের সঙ্গে আর তার স্ত্রী মনীষার মরদেহ জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।

ওই ভবনের অন্যান্য ভাড়াটিয়ার মাধ্যমে ৯৯৯-এ কল পেয়ে পুলিশ সেখানে যায়। তারপর দুপুর ১টার দিকে বাসার দরজা ভেঙে প্রবেশ করে দুইজনের ঝুলন্ত লাশ দেখতে পায়।

পারিবারিক কলহ থেকে প্রাথমিকভাবে ‘আত্মহত্যার’ ধারণা করা হলেও ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে, বলেন এসআই বাসেত।

নিহতদের লাশ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

স্বজন ও প্রতিবেশীদের তথ্যের বরাতে ওই পুলিশ কর্মকর্তা বলেন, পেশায় মোটর মেকানিক্স জুবায়েরের সঙ্গে মনীষার প্রেমের সম্পর্ক ছিল। মাস দুয়েক আগে তাদের বিয়ে হয়, তারপর থেকে ওই ভাড়া বাসায় তারা বসবাস করতেন।

পিপলনিউজ/আরআই

-- বিজ্ঞাপন --
CONTACT
[email protected]

রাজধানী বিভাগের অন্যান্য খবর

Follow Us

ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || VOD Bangla.com

Develop by _ DigitalSolutions.Ltd