ঢাকা, বাংলাদেশ ২৪ মে, ২০২৫

বিশ্বের বৃহত্তম কুমির ক্যাসিয়াস মারা গেছে

বিশ্বের বৃহত্তম কুমির ক্যাসিয়াস মারা গেছে

সংগৃহীত

Publish : 04:08 AM, 04 November 2024.
পিপলনিউজ ডেস্ক :

বিশ্বের বৃহত্তম কুমির হিসেবে বিশ্ব রেকর্ড গড়েছিল ক্যাসিয়াস। বন্দি সেই কুমিরটি মারা গেছে। 

শনিবার (২ নভেম্বর) অস্ট্রেলিয়ান একটি বন্য প্রাণী অভয়ারণ্য সংস্থা কুমিরের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।

ধারণা করা হয়, কুমিরটির বয়স ১১০ বছরের বেশি। এটি প্রায় ১৮ ফুট লম্বা। 

ক্যাসিয়াস একটি লবণাক্ত পানির কুমির। বন্দিদশায় থাকা বিশ্বের বৃহত্তম কুমির হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখায়। ক্যাসিয়াস ২০১৩ সালে ফিলিপাইনের কুমির লোলংয়ের মৃত্যুর পর বন্দিদশায় থাকা বিশ্বের বৃহত্তম কুমিরের খেতাবটি পেয়েছিল।

গিনেস বুক অনুসারে, ফিলিপাইনের কুমির লোলংয়ের দৈর্ঘ্য ছিল প্রায় ২০ ফুট ৩ ইঞ্চি।

মেরিনল্যান্ড মেলানেশিয়া ক্রোকোডাইল হ্যাবিট্যাট ফেসবুকে এ নিয়ে জানায়, ক্যাসিয়াসের ওজন এক টনেরও বেশি। গত ১৫ অক্টোবর থেকে তার স্বাস্থ্যের অবনতি হচ্ছিল। 

সংস্থাটির একটি পোস্ট অনুসারে, কুমিরটির অনেক বয়স হয়েছিল এবং বন্য কুমির সাধারণত যত দিন বাঁচে তার থেকে বেশি বছর সে পার করে ফেলেছিল।

সংস্থাটির সংশ্লিষ্টরা জানান, ক্যাসিয়াসকে তাদের খুব মনে পড়বে, কিন্তু তাদের ভালোবাসা ও তার স্মৃতি তাদের হৃদয়ে চিরকাল থাকবে। 

জানা গেছে, প্রতিবেশী উত্তর অঞ্চল থেকে নিয়ে আসার পর ১৯৪৭ সাল থেকে অভয়ারণ্যে বসবাস করেছিল ক্যাসিয়াস। কুমিরগুলো এই অঞ্চলের পর্যটনশিল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ।

পিপলনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --
CONTACT
[email protected]

বিচিত্র বিভাগের অন্যান্য খবর

Follow Us

ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || VOD Bangla.com

Develop by _ DigitalSolutions.Ltd