ঢাকা, বাংলাদেশ ২৪ মে, ২০২৫

মরুদ্যানের নিচে চার হাজার বছরের পুরনো শহর

মরুদ্যানের নিচে চার হাজার বছরের পুরনো শহর

সংগৃহীত

Publish : 05:11 AM, 03 November 2024.
পিপলনিউজ ডেস্ক :

সৌদি আরবের একটি মরুদ্যানে চার হাজার বছরের পুরনো একটি শহরের সন্ধান পাওয়া গেছে। কীভাবে সেই সময়ের জীবন ধীরে ধীরে যাযাবর থেকে শহুরে অস্তিত্বে পরিবর্তিত হয়, সেই প্রচেষ্টারই একটি সাক্ষী হারিয়ে যাওয়া এই শহরটি। প্রত্নতাত্ত্বিকরা গত বুধবার এমন কথাই জানিয়েছেন।

মদিনা শহরের নিকটবর্তী মরুদ্যান খাইবারের কাছে সন্ধান মিলেছে প্রাচীন সভ্যতার এ শহরের, যা আরব উপদ্বীপের উত্তর-পশ্চিমে মরুভূমি দ্বারা বেষ্টিত একটি সবুজ এলাকা। দুই দশমিক ছয় হেক্টর আয়তনের আল-নাতাহকে ঘিরে রয়েছে ১৪ দশমিক পাঁচ কিলোমিটার দীর্ঘ একটি প্রাচীরের ধ্বংসাবশেষ। প্রাচীরটির বয়সও শহরটির সমান।

সৌদি ও ফ্রান্সের একদল প্রত্নতাত্ত্বিকের যৌথ প্রচেষ্টায় সম্প্রতি আবিষ্কৃত শহরটির নাম রাখা হয়েছে আল-নাতাহ। প্রত্নতাত্ত্বিকের দলটির নেতৃত্ব দিয়েছেন ফ্রান্সের বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ গিলাম শালোঁ। আন্তর্জাতিক সাময়িকী পিএলওএস ওয়ানে তাদের গবেষণা প্রবন্ধ প্রকাশিতও হয়েছে।

শহরটিতে একটি মন্দিরের ধ্বংসাবশেষ, ব্রোঞ্জের তৈরি কুঠার ও ছোরা, তৈজসপত্র, চীনামাটির তৈরি পাত্র এবং মূল্যবান রত্নপাথর পাওয়া গেছে।

শালোঁ জানিয়েছেন, আল-নাতাহর স্থাপনা এবং সেখান থেকে প্রাপ্ত বিভিন্ন নিদর্শন পরীক্ষা করে তারা এ সিদ্ধান্তে উপনীত হয়েছেন, শহরটি যিশুখ্রিষ্টের জন্মের অন্তত দুই হাজার ৪০০ বছর আগের। এই সময়টি ছিল মানব সভ্যতার ব্রোঞ্জ যুগে প্রবেশের প্রারম্ভিককাল। প্রায় ৫০০ বাড়িঘর পাওয়া গেছে আল-নাতাহে।

পিপলনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --
CONTACT
[email protected]

বিচিত্র বিভাগের অন্যান্য খবর

Follow Us

ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || VOD Bangla.com

Develop by _ DigitalSolutions.Ltd