ঢাকা, বাংলাদেশ ২৪ মে, ২০২৫

জেনেভা ক্যাম্পে গুলিবিদ্ধ কিশোর মারা গেছে

জেনেভা ক্যাম্পে গুলিবিদ্ধ কিশোর মারা গেছে

ফাইল ছবি

Publish : 02:08 AM, 30 October 2024.
নিজস্ব প্রতিবেদক :

দুই দিন আগে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে গুলিবিদ্ধ হওয়া কিশোর রহমত সার্জ্জন মারা গেছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৮ অক্টোবর) সকাল ৮টায় তার মৃত্যু হয়।

সেখানকার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, ১৩ বছর বয়সী ওই কিশোরের মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।

নিহত কিশোর সেলুন কর্মচারী শমসের আলীর ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে সার্জ্জনই ছিল সবার ছোট।

গত শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে জেনেভা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয় সার্জ্জন; আহত হন আরো তিনজন।

ওইদিন তার বড় ভাই মোহাম্মদ মুরাদ বলেছিলেন, সাড়ে ৫টার দিকে বাসা থেকে পানি আনতে বাইরে বের হয়েছিল সার্জ্জন। আচমকাই ক্যাম্পের ভেতরে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির মধ্যে সে ডান হাতে ও পেটের নিচে গুলিবিদ্ধ হয়।

ঘটনার পর আহতদের শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে সার্জ্জনকে স্থানান্তর করা হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

জেনেভা ক্যাম্পের মাদক ব্যবসার দখল নিয়ে দ্বন্দ্ব বহুদিনের। তবে দেশের অস্থিরতার মধ্যে গত জুলাই থেকে প্রাণক্ষয়ী সংঘর্ষে জড়াচ্ছে সেখানকার দুটি পক্ষ।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের সংঘাতে যুক্ত হয় থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র। গত দুই মাসে সেখানকার সংঘাতে সার্জ্জনসহ অন্তত চারজন প্রাণ হারিয়েছেন।

পিপলনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --
CONTACT
[email protected]

রাজধানী বিভাগের অন্যান্য খবর

Follow Us

ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || VOD Bangla.com

Develop by _ DigitalSolutions.Ltd