ঢাকা, বাংলাদেশ ২৪ মে, ২০২৫

আইফোনে নিত্যনতুন চমক, ঝুঁকিও আছে

আইফোনে নিত্যনতুন চমক, ঝুঁকিও আছে

ফাইল ছবি

Publish : 08:02 AM, 27 October 2024.
পিপলনিউজ ডেস্ক :

আইফোন ১৬ সিরিজ রিলিজ করেছে অ্যাপল। তবে এরপর থেকে নানাভাবে আলোচনায় থাকছে প্রতিষ্ঠানটি। এবার আইওএস ১৮.২-এর পরীক্ষামূলক সংস্করণ উন্মুক্ত হয়েছে।

সংস্করণটিতে অ্যাপেল ইন্টেলিজেন্সের বেশকিছু সুবিধা যুক্ত করা হলেও সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে চ্যাটজিপিটি ইন্টিগ্রেশন সুবিধা। অর্থাৎ ভবিষ্যতে কোনো অ্যাপের সাহায্য ছাড়াই আইফোনে চ্যাটজিপিটির বিভিন্ন সুবিধা ব্যবহার করা যাবে।

আর তাই ব্যক্তিগত তথ্য নিরাপত্তা নিয়ে শঙ্কা ও উদ্বেগ প্রকাশ করছেন অনেকেই। তৃতীয়পক্ষ প্রতিষ্ঠানের তৈরি চ্যাটজিপিটি অ্যাপল ইকোসিস্টেমে যুক্ত হলে ব্যবহারকারীদের গোপনীয়তার জন্য ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

অ্যাপল জানায়, অনেক ভেবেচিন্তেই আইফোন চ্যাটজিপিটি যুক্তের এই পদক্ষেপ নেওয়া হয়েছে। চ্যাটজিপিটির কার্যক্রম পরিচালনা বা বন্ধের বিষয়টি ব্যবহারকারীরা নিজেরাই নিয়ন্ত্রণও করতে পারবেন।

ব্যক্তিগত গোপনীয়তার বিষয়ে অ্যাপল জানায়, নতুন অ্যাকাউন্ট তৈরি না করেই আইফোন ব্যবহারকারীরা বিনামূল্যে চ্যাটজিপিটি ব্যবহার করতে পারবেন। তবে চ্যাটজিপিটির নিবন্ধিত ব্যবহারকারীরা হালনাগাদ সুবিধাগুলো উপভোগ করার সুযোগ পাবেন। চ্যাটজিপিটি যতটা সম্ভব কম তথ্য সংগ্রহ করবে। তবে সেবার জন্য তথ্য সংগ্রহ করলেও সেগুলো হবে সীমিত পরিসরে। এমনকি ব্যবহারকারীর যে কোনো তথ্য সংগ্রহের আগে অনুমতিও নেওয়া হবে।

অ্যাপলের তথ্যমতে, পরীক্ষামূলক এই সংস্করণে চ্যাটজিপিটি যুক্ত করার ফলে ভার্চুয়াল সহকারী সিরি আরো বিস্তারিত এবং প্রাসঙ্গিক তথ্যসমৃদ্ধ উত্তর দিতে পারবে। এ ছাড়া লেখালেখির কাজ যেমন- ই-মেইল বা যে কোনো বার্তা দ্রুত লিখে দেবে। সিরি, লেকার টউল, ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স সেবায় চ্যাটজিপিটি ব্যবহার করলে খুবই কম তথ্য সংগ্রহ করা হবে। তবে ডিকটেশন সুবিধা ব্যবহারের সময় তুলনামূলক বেশি তথ্য সংগ্রহ করবে চ্যাটজিপিটি।

পিপলনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --
CONTACT
[email protected]

তথ্য প্রযুক্তি বিভাগের অন্যান্য খবর

Follow Us

ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || VOD Bangla.com

Develop by _ DigitalSolutions.Ltd