ফাইল ছবি
আগামী বছর (২০২৫ সালে) হজে যেতে ২৩ অক্টোবরের মধ্যেই নিবন্ধন শেষ করার অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়।
রবিবার (১৩ অক্টোবর) মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ থেকে জারি করা এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, সৌদি সরকারের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, মিনা ও আরাফায় তাঁবু নির্ধারণ এবং সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তি সম্পাদন কার্যক্রম ২৩ অক্টোবর থেকে শুরু হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, তাঁবু বরাদ্দের ক্ষেত্রে আগে আসলে আগে পাবেন নীতি অনুসরণ করা হবে। আগামী ২৩ অক্টোবরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন শেষ না হলে, মিনা ও আরাফায় কাঙ্ক্ষিত জোনে তাঁবু বরাদ্দ পাওয়া যাবে না।
তা ছাড়া, যদি তাঁবু গ্রহণ এবং সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তি সম্পাদনে দেরি হয়, তবে হজযাত্রীদের জামারাহ থেকে অনেক দূরে পাহাড়ি এলাকা বা নিউ মিনা এলাকায় অবস্থান করতে হতে পারে। এতে হজযাত্রীদের সৌদি আরবের প্রখর রোদ ও গরমে দীর্ঘপথ হাঁটার কষ্টের সম্মুখীন হতে হবে। এ জন্য মন্ত্রণালয় নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য হজযাত্রীদের প্রতি অনুরোধ জানিয়েছে।
পিপলনিউজ/আরইউ
ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || VOD Bangla.com