ঢাকা, বাংলাদেশ ২৪ মে, ২০২৫

জয়-পলকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা

জয়-পলকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা

ফাইল ছবি

Publish : 10:03 AM, 11 October 2024.
নিজস্ব প্রতিবেদক :

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য বিক্রির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা হয়েছে।

সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা এ মামলায় জয় ও পলকসহ মোট ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে। 

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম মোস্তফা বুধবার (৯ অক্টোবর) এ কথা জানান। 

এনামুল হক নামের এক ব্যক্তি মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত না করে ডিজিকন গ্লোবাল সার্ভিসেস লিমিটেডকে এনআইডির তথ্য ব্যবহার করে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসার অনুমতি দেন আসামিরা। সেসব তথ্য দেশ ও দেশের বাইরের প্রায় ১৮২টি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হয়। তথ্য বিক্রির প্রায় বিশ হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। তৃতীয়পক্ষের কাছে তথ্য পাচার হওয়ায় জনগণের মধ্যে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।

জয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টার দায়িত্বেও ছিলেন। পরিবার নিয়ে থাকেন যুক্তরাষ্ট্রে। আর সরকার পতনের পর গত ৫ আগস্ট ভারতে চলে যান শেখ হাসিনা।

তার নয় দিনের মাথায় দেশ ছাড়ার চেষ্টার সময় বিমানবন্দর থেকে আটক হন সাবেক প্রতিমন্ত্রী পলক। কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

পিপলনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --
CONTACT
[email protected]

রাজধানী বিভাগের অন্যান্য খবর

Follow Us

ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || VOD Bangla.com

Develop by _ DigitalSolutions.Ltd