ঢাকা, বাংলাদেশ ২৪ মে, ২০২৫

গুলশানে চায়ের দোকানে বৃদ্ধ-তরুণের গলাকাটা মরদেহ

গুলশানে চায়ের দোকানে বৃদ্ধ-তরুণের গলাকাটা মরদেহ

সংগৃহীত

Publish : 02:57 AM, 27 October 2024.
নিজস্ব প্রতিবেদক :

রাজধানীর গুলশান-২ থেকে দুইজনের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে গুলশান-২-এর ১০৮ নম্বর রোডে একটি চায়ের দোকানের ভেতর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে কয়েক দিন আগেই তাদের কুপিয়ে হত্যা করে এখানে ফেলে রেখেছে দুর্বৃত্তরা।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুহিন আহমেদ বলেন, সকালে খবর পেয়ে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজন ৮০ বছরের বৃদ্ধ এবং অন্যজন ১৬ বছরের তরুণ। বৃদ্ধের নাম মো. রফিক। তার বাড়ি বরিশাল সদরে দবদবিয়া গ্রামে। আরেকজন হলেন মো. সাব্বির। তার বাড়ি ময়মনসিংহের গৌরীপুরের রায়গঞ্জ বাজার বেপারী পাড়ায়।

ওসি আরো বলেন, মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

পিপলনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --
CONTACT
[email protected]

রাজধানী বিভাগের অন্যান্য খবর

Follow Us

ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || VOD Bangla.com

Develop by _ DigitalSolutions.Ltd