ঢাকা, বাংলাদেশ ২৪ মে, ২০২৫

বাংলাদেশ শিক্ষিত উদ্যোক্তাদের সাফল্যের জন্য আত্মবিশ্বাস বৃদ্ধি পাচ্ছে-রমজান আলী

বাংলাদেশ শিক্ষিত উদ্যোক্তাদের সাফল্যের জন্য আত্মবিশ্বাস বৃদ্ধি পাচ্ছে-রমজান আলী

ইঞ্জিনিয়ার মো: রমজান আলী চেয়ারম্যান জেনারেশন গ্রুপ

Publish : 12:34 AM, 27 November 2024.
সানজিদা রুমা: :

বাংলাদেশ শিক্ষিত উদ্যোক্তাদের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে ইঞ্জিনিয়ার  মো: রমজান আলী চেয়ারম্যান  জেনারেশন গ্রুপ 

আমাদের প্রতিবেদকের সঙ্গে আলাপ কালে তিনি বলেন। বর্তমান সরকারের আমলেই বাংলাদেশে শিক্ষিত উদ্যোক্তাদের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে বলে আমি মনে করি। একটি দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার দৃশ্যমান দিক হচ্ছে অবকাঠামো উন্নয়ন। প্রযুক্তিগত উন্নয়ন বাংলাদেশের অগ্রযাত্রাকে আরো গতিশীল করে তুলছে।

১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর থেকে নানা চড়াই-উতরাই পেরিয়ে বাংলাদেশ বর্তমানে নিম্ন-মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। কিছুদিন আগেই বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকায় ছিল। ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। যোগ্য নেতৃত্ব, যথাযথ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা, মানবসম্পদ উন্নয়ন,অবকাঠামো ও প্রযুক্তির উন্নয়ন, বৈদেশিক বাণিজ্যের বিস্তৃতি,বৈদেশিক কর্মসংস্থান,শক্তিশালী বাজার পরিকল্পনা প্রভৃতির কারণে বাংলাদেশ যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তা নজিরবিহীন। বড়ো বড়ো প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের জনমানুষের বহুকাঙ্ক্ষিত পদ্মসেতু।

নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণের সফলতা বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে একটি মাইল ফলক। ঢাকার মেট্রোরেল সহ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র,পায়রা গভীর সমুদ্রবন্দর, দেশে ছোট বড়ো অনেক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।  ই- পেমেন্ট, মোবাইল ব্যাংকিং, থ্রি - জি ও ফোর-জি প্রযুক্তি মোবাইল নেটওয়ার্কের বাণিজ্যিক কার্যক্রম। বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবি ও তথ্যের মাধ্যমে দেশের সম্প্রচার কার্যক্রম সমৃদ্ধ হয়েছে। কৃষি শিল্প,পোশাক শিল্প, ঔষধ শিল্পসহ প্রতিটি শিল্পখাতের আকার বৃদ্ধি পাচ্ছে। এর ফলে কর্মসংস্থানের সুযোগ সুবিধা বেড়েছে চাকরি নির্ভরতা কমেছে, উদ্যোক্তার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই তরুণ ও নতুন উদ্যোক্তাদের সরকারের পক্ষ থেকে আরো সুযোগ সুবিধা দেওয়া উচিৎ বলে আমি মনে করছি।

-- বিজ্ঞাপন --
CONTACT
[email protected]

বাণিজ্য বিভাগের অন্যান্য খবর

Follow Us

ভারপ্রাপ্ত প্রকাশক, আরিফুর রহমান কর্তৃক
ডা. নওয়াব আলী টাওয়ার, ২৪ পুরানা পল্টন, ঢাকা থেকে প্রকাশিত।
ফোনঃ +৮৮ ০১৭৩২ ৪১৭ ৫১৭
Email: [email protected]

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || VOD Bangla.com

Develop by _ DigitalSolutions.Ltd